গামবারো রোগের লক্ষন ও চিকিৎসা।গামবোরো রোগের লক্ষণ ও চিকিৎসা।
মুরগির গামবোরো রোগের ইতিহাস
মুরগির গামবোরো রোগের ইতিহাস টা জানা থাকলে রোগের অন্যান্য বিষয় মনে রাখা সহজ হয়। এই রোগটি প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার রাজ্যের গামবোরো জেলায় বিজ্ঞানী কোসাগ্রোভ দ্বারা আবিষ্কার করেছিলেন ১৯৭২ সালে। এবং রোগটির নামকরণ করা হয়েছে সেই জেলার নামানুসারে।
গম্বোরো রোগটি ১৯৭১ সালে ভারতের উত্তর প্রদেশে প্রথম দেখা গিয়েছিল। বাংলাদেশে ১৯৯২ সালে গামবোরো রোগটি প্রথম দেখা গিয়েছিল। অনেকের মতে, ভারত ও নেপাল থেকে আমদানিকৃত এক দিনের মিরগির বাচ্চা থেকে এই রোগ দেশে প্রবেশ করে।
গামবোরো রোগের লক্ষন ও চিকিৎসা।গামবোরো রোগের লক্ষণ ও চিকিৎসা।
গামবোরো রোগের লক্ষনসমুহ:
গামবোরো রোগে আক্রান্ত মুরগীর দেহের পালক উসকো খুসকো হয়ে যায়।
চুনা-পায়খানা করে।
আক্রান্ত মুরগীর পায়খানার সাথে পানি বের হয় এবং পায়খানা ছড়িয়ে পড়ে।
মুরগী খাবার ও পানি খাওয়া কমিয়ে দেয়।
মুরগীর ডায়রিয়া দেখা যায়, এর ফলে মলদ্বারের কাছের পালক ভেজা থাকে।
মুরগীর দেহের তাপমাত্রা বেড়ে যায়।
এক মুরগী অন্য মুরগীর পৃষ্ঠদেশ ঠো্করাতে থাকে।
আক্রান্ত মুরগী হাটাহাটি বা নড়াচড়া করতে চায় না।
মুরগী মাথা সামনের দিকে নুয়িয়ে রাখে।
মুরগী ঝিমাতে থাকে।
মুরগীর দেহের ওজন কমে যায়।
গামবারো রোগের লক্ষন ও চিকিৎসা।গামবোরো রোগের লক্ষণ ও চিকিৎসা।
#গামবোরো _রোগের_চিকিৎসা
#গামবোরো_রোগ
#GumboroTreatment
#মুরগির_ঔষধ
#Broiler_Medicine
#PoultryMedicine
#PoultryBangla
#মুরগি_পালন
#গামবোগ_রোগের_লক্ষন_ও_চিকিৎসা
Facebook Link :
[ Ссылка ]
যে কোন পরামর্শ এর জন্য যোগাযোগ করুন :
আবদুল কুদ্দুস।
মোবাইল:০১৯৭১৬৬৬৯৪০
গামবোরো রোগের লক্ষন ও চিকিৎসা।গামবোরো রোগের লক্ষণ ও চিকিৎসা।
Теги
গামবোরো রোগের চিকিৎসাগামবোরো রোগের লক্ষনগামবোরো রোগগামবোরো রোগের প্রতিকারগামবোরো রোগ কেন হয়মুরগির গামবোরো রোগমুরগির গামবোরো রোগের লক্ষনমুরগির গামবোরো রোগের প্রতিকারমুরগির গামবোরোমুরগির গামবোরো রোগের সর্বশেষ চিকিৎসাগামবোরো রোগের লক্ষন ও চিকিৎসাগামবোরো রোগের কারণগামবোরো রোগ ও চিকিৎসাগামবোরো রোগের লক্ষণগামবোরো রোগের লক্ষণ ও চিকিৎসাকেন হয় মুরগির গামবোরোমুরগির গামবোরো রোগের লক্ষণগামবোরো রোগের ঔষধমুরগীর গামবোরা রোগের লক্ষণ ও চিকিৎসাগামবোরো