কলার পানামা রোগ ও তার প্রতিকার || How to Control Panama Disease of Banana 2024
নিচে লক্ষণ গুলো দেওয়া হলোঃ
●প্রথমে আক্রান্ত গাছের নীচের পুরাতন পাতার কিনারা হতে ঈষৎ হলুদ বর্ণের দাগ পড়তে আরম্ভ করে।
●ক্রমে ক্রমে ইহা মধ্যশিরার দিকে অগ্রসর হয় ও গাঢ় বাদামী হতে শুরু করে, পাতাটা পরে শুকিয়ে যায়।
●পরবর্তীতে উপরের পাতাগুলিও হলদে হতে আরম্ভ করে।
●আক্রান্ত পাতাগুলি বোটার নিকট ভেংগে ঝুলে পড়ে।
●হঠাৎ করেও পুরো গাছটি অথবা ২/১ টি পাতা ঢলে পড়তে পারে।
●অনেক সময় ভূয়াকান্ড লম্বালম্বিভাবে ফেটে যায় এবং এই ফাটা অংশ দিয়ে কলার মোচা বের হয়ে আসে।
●যে সকল গাছ মোচা বের হওয়ার পর আক্রান্ত হয় সে সকল গাছে কলা বাড়তে পারে না।
●ভূয়াকান্ড ও শিকড় আড়াআড়ি ভাবে কাটলে খাদ্য সঞ্চালন নালীর মধ্যে লালচে-কালো রং-এর দাগ দেখা যায়।
●গাছের গোড়া থেকে এক প্রকার র্দুগন্ধ বের হয়।
●আক্রান্ত গাছ আস্তে আস্তে মরে যায়।
রোগের প্রতিকার
●রোগমুক্ত চারা রোপন করতে হবে।
●আশে পাশের রোগাক্রান্ত গাছ মাটিসহ উঠিয়ে পুড়িয়ে ফেলতে হবে।
●আক্রান্ত জমিতে দানা জাতীয় ফসল ২-৩ বৎসর চাষ করতে হবে।
●জমি হতে পানি নিষ্কাসনের ব্যবস্থা করতে হবে।
●অম্লীয় মাটিতে এই রোাগের প্রাদুর্ভাব বেশী। তাই বাগানের মাটি অম্লীয় হলে গাছ লাগানোর পূর্বে একর প্রতি ২০-২৫ মন চুন মাটির সংগে মিশিয়ে দিতে হবে।
●সম্ভব হলে আক্রান্ত জমি ৪-৫ মাস পানির নীচে ডুবিয়ে রাখতে হবে। এই সময়ে বোরো বা রোপা আমন ধানের চাষ করা যেতে পারে।
●কীট ও কৃমি দমন করতে হবে যাতে ক্ষতের সৃষ্টি করতে না পারে।
●গাছের গোড়ায় এবং সমস্ত গাছে কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক (যেমন-নোভা) প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে মিশিয়ে ৭-১০ দিন পর পর ৪-৫ বার স্প্রে করতে হবে
#কলাচাষ
#কলার_পানামা_রোগ
#কলা_গাছের_কান্ড_ফাটা
#কলা_গাছের_পানামা_রোগ
#কলা_গাছের_লিস্পট_রোগ
#কলা_গাছের_পাতা_ঝোলসানো_রোগ
কলা_গাছের_ঢলে_পড়া_রোগ
#কলা_গাছের_ব্যাকটেরিয়াল_উইল্ড_রোগ।
কলা_গাছের_পচন
Your Quaries-
কলা গাছের পচন রোগের সমাধান,কলা গাছের পানামা রোগের প্রতিরোধ,কলা গাছের পানামা রোগ,কলা গাছের রোগপোকা,কলা গাছের পরিচর্যা,কলা গাছের রোগ ও প্রতিকার,কলা চাষের কীটনাশক,কলা গাছের মারন ভাইরাস,কলা গাছের রোগ পাকা কলা,কলা গাছের রোগ,কলা গাছের সিগাটোক বা পাতা পোড়া রোগের কারন,কলা গাছের যত্ন,কলা গাছের পাতা পোড়া রোগের,কলা গাছের বাঞ্চিটপ ভাইরাস,ডালিম গাছের ফাটা রোগ,কলা গাছের রোগ বালাই এবং তার প্রতিকার,কলা চাষের রোগ,কলার পানামা রোগ ও প্রতিরোধ ব্যাবস্থা,কলা চাষ
কলা গাছের পরিচর্যা,কলা চাষ পদ্ধতি,কলা চাষ,কলা গাছের রোগ ও প্রতিকার,কলার রোগ ও প্রতিকার,কলা চাষের রোগ,কলার রোগ প্রতিকার,কলা গাছের রোগ,কলা গাছের পানামা রোগ,কলা গাছের পানামা রোগের প্রতিরোধ,কলা গাছের রোগ বালাই এবং তার প্রতিকার,কলা গাছের পাতা পোড়া রোগের,কলা,রোগ প্রতিকার,কলা গাছের পচন রোগের সমাধান,কলা চাষের কীটনাশক,কলা গাছের সিগাটোক বা পাতা পোড়া রোগের কারন,কলা চাষের আধুনিক পদ্ধতি,পানামা রোগের চিকৎসায়,কলার পানামা রোগের প্রতিকার,কলা গাছের রোগপোকা
Thanks
Ещё видео!