#Maverick_Mithun (M Square)
এই বর্ষায় ট্যুর লাভার্সের সাথে ট্রেনে করে একদিনে সিলেটের পান্তুমাই ঝর্ণা, বিছনাকান্দি, জাফলং চা বাগান, মায়াবী ঝর্ণা এবং জাফলং জিরো পয়েন্ট ভ্রমণ।
Tour Lovers of Kishoreganj গ্রুপে ঢুকার লিংক : [ Ссылка ]
গত ১৫ ই আগস্ট, 2023 ট্রেনে করে আমরা গিয়েছি সিলেট ভ্রমণে। আমরা ছিলাম ১2 জন।
যা_যা_দেখেছি
★ মালনীছড়া চা বাগান
★ পান্থমাই ঝর্ণা
★ বিছনাকান্দি
★ জাফলং চা বাগান
★ জাফলং মায়াবী ঝরনা
★ জাফলং জিরো পয়েন্ট
✅ প্যাকেজ যা যা অন্তর্ভুক্ত ছিল
★ কিশোরগঞ্জ থেকে ভৈরব যাওয়া আসা সিএনজি/ বাস খরচ।
★ ভৈরব থেকে সিলেট আসা যাওয়া ট্রেনের টিকিট।
★ লোকাল ট্রান্সপোর্ট লেগুনা খরচ।
★ তিনবেলা মানসম্মত খাবার (সকাল, দুপুর এবং রাত)।
★ বিছনাকান্দি ও পান্তুমাই ঝর্ণা যাওয়া আসা রিজার্ভ ট্রলার।
★ মায়াবী ঝরনা ও জাফলং জিরো পয়েন্ট ঘোরাঘুরির জন্য রিজার্ভ নৌকা।
★ সকল স্পটের এন্ট্রি খরচ এবং গাইড খরচ।
খাবার মেনু 👇
সকাল - চিকেন খিচুড়ি ও মিনারেল ওয়াটার।
দুপুর - ভাত, ডাল, ভর্তা, মুরগি / বড় মাছ ও মিনারেল ওয়াটার।
রাত - চিকেন বিরানি ও পানি।
ইভেন্ট ফি - ১৯৯৯ টাকা মাত্র (জনপ্রতি)
লেগুনার ড্রাইভার (সিলেট)
আব্দুল মান্নান
মোবাইল নম্বর +880 1710-043485
লেগুনা ভাড়া ৩৫০০ টাকা
❑ ট্যুর প্ল্যানঃ
গত ১৫ ই আগস্ট রাত ৮ টায় গাইটাল বড়পুল বাসস্ট্যান্ড থেকে বাস করে ভৈরবের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু করি । রাত ৯:৪৫ এ ভৈরব পৌছে আমরা রাতের ট্রেন সিলেট অভিমুখী উপবন এক্সপ্রেসে বসে আড্ডা গানের সাথে আমাদের ট্রেন জার্নি শুরু করি।
পরদিন সকাল ৪ টা ৫০ এ সিলেট পৌছে ফ্রেশ হয়ে মান্নান মামার রিজার্ভ লেগুনায় চড়ে খেতে যাই সিলেটের পাঁচ ভাই হোটেলে। সকালের নাস্তা সেড়ে আবার উঠে পড়ি রিজার্ভ করা লেগুনাতে। এরপর পর্যায়ক্রমে ঘুরে দেখি মালিনীছড়া চা বাগান, পান্থমাই ঝর্ণা ও বিছনাকান্দি।
পান্থমাই ধরে নাও বিছনাকান্দি যাবার জন্য আমরা প্রথমে চলে যাই হাদারপার ঘাটে। সেখান থেকে ভাড়ায় নৌকা ঠিক করি। এক নৌকাতেই আমরা ১২ জন যাই। পিয়ান নদীর দুইপাশের সৌন্দর্য উপভোগ করতে করতে প্রথমে আমরা যাই পান্থুমাই ঝর্ণায়। নৌকা থেকে আমরা প্রথমে নামি পান্তুমাই গ্রামে। সেখান থেকে প্রতি নৌকা ১০০ টাকা ভাড়ায় দুইজন করে পান্থুমাই ঝর্ণার কাছাকাছি জায়গা থেকে ঘুরে আসি। এরপর পান্থমাই থেকে রওনা হই বিছনাকান্দির উদ্দেশ্যে।
মেঘালয়ের পরিস্কার শীতল পানিতে লাফালাফি ও গোসল শেষে বিছনাকান্দি থেকে হাদারপাড় ফেরত আসি। আধার পার ঘাট থেকে মান্নান মামার লেগুনাতে চড়ে সোজা চলে যায় জাফলং জিরো পয়েন্টে। জাফলং যাবার পথে জাফলং চা বাগানে দাঁড়িয়ে কিছুক্ষণ সময় কাটাই। জাফলং জিরো পয়েন্টের বিজিবি ক্যাম্পের সামনে সীমান্ত ভিউ রেস্টুরেন্টে ১৮০ ও ২০০ টাকা প্যাকেজে ভাত, ভর্তা, ভাজি, রুই মাছে/ মুরগীর মাংসের তরকারি ও ডাল দিয়ে দুপুরের খাবার সেড়ে নিই। তারপর সরাসরি চলে যাই মায়াবী ঝরনা দেখতে। মায়াবী ঝরনা যাবার জন্য জাফলং এর জিরো পয়েন্টের নিচ থেকে ৮০০ টাকা ভাড়ায় একটি নৌকা ঠিক করে তাতে আমরা ১২ জন উঠে পড়ি এবং মায়াবী ঝরনা ও জাফলং জিরো পয়েন্ট ঘুরে আসি। সবগুলো স্পট ঘুরা শেষ করে জাফলং জিরো পয়েন্টে শপিং করে সন্ধ্যায় রওনা হয়ে রাত ৮ঃ৫০ এ চলে আসি সিলেট রেলস্টেশনে। তারপর রাতের খাবার শেষ করে সিলেট রেলস্টেশনের পাশে বিশ্রাম নেই ও আড্ডা দেই। রাত ১১.৩০ মিনিটের উপবন এক্সপ্রেস ট্রেনে আবার কিশোরগঞ্জের উদ্দেশ্য রওনা দিই। ১৭ই আগস্ট (বৃহস্পতিবার) ভোর ৫ টায় কিশোরগঞ্জের ভৈরব রেল স্টেশনে ট্রেন থেকে নামি। রেল স্টেশনের বাইরে থেকে সিএনজি গাড়ি করে জন প্রতি ১৩০ টাকা ভাড়ায় কিশোরগঞ্জ বাসায় চলে আসি।
--------------------------------------------------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------------------------------------------------
sylhet tour plan.
sylhet budget trip.
Bichanakandi.
sylhet tour.
Sylhet Tourist Spot.
top tourist places of sylhet.
sylhet tourist attraction.
Mayabi Falls Jaflong.
Jaflong Jero Point.
Jaflong Tea Garden.
Malnichora Tea Estate.
sylhet tour in monsoon.
পান্থুমাই ঝর্ণা।
বিছনাকান্দি সিলেট।
মালনীছড়া চা বাগান।
জাফলং চা বাগান
মায়াবী ঝরনা জাফলং।
জাফলং জিরো পয়েন্ট।
সংগ্রামপুঞ্জি ঝর্ণা জাফলং।
সিলেটের দর্শনীয় স্থান।
সিলেটে যা যা দেখবেন।
একদিনের সিলেট ভ্রমণ।
কম খরচে সিলেট ভ্রমণ।
সিলেট ভ্রমণ।
বর্ষায় সিলেট ভ্রমণ।
একদিনে সিলেটের বিছনাকান্দি ও জাফলং ভ্রমণ।
Email: maverick.mithun@gmail.com
Facebook: [ Ссылка ]
Facebook Page: [ Ссылка ]
Instagram: [ Ссылка ] /
Music Credit :
YouTube Audio Library
===============================
Thanks all.
Ещё видео!