অরুণাচল। উত্তর-পূর্ব ভারতের অপরূপ সৌন্দর্যঘেরা এক পাহাড়ি জনপদ।
বৃক্ষশোভিত সুউচ্চ পাহাড়ের সারি, বরফ গলা নদীর কলতান কিংবা নয়নাভিরাম একেকটি উপত্যকা ভ্রমণপিপাসু মনকে প্রশান্ত করে দেয় প্রতিনিয়ত।
শুভ্র বরফের চাদরে মোড়ানো পাহাড় আর অবিরাম তুষারপাত দেহমনে এনে দেয় দারুণ এক অনুভূতি।
ছোটবড় পাহাড়ি শহর, দুর্গম অঞ্চলের প্রাচীন গ্রাম আর বৈচিত্রময় জীবনের সন্ধান মেলে এখানেই। শুধু কি তাই, গোটা অরুণাচল প্রদেশের পরতে পরতে ছড়িয়ে আছে গৌরবময় ইতিহাস আর ঐতিহ্যের রেনু।
সঙ্গত কারণেই অরুণাচল আমাকে টানছিলো চুম্বকের মতো। কিন্তু চীন সীমান্তবর্তী স্পর্শকাতর এই জনপদে ভ্রমণে ভারতীয়দেরই লাগে ইনারলাইন পারমিট আর বাংলাদেশী তথা বিদেশীদের জন্য লাগে প্রোটেক্টেড এরিয়া পারমিট, যা ম্যানেজ করা রীতিমতো দুরূহ ব্যাপার। এ কারণে বিগত কয়েক বছরে হাতেগোনা কিছু সংখ্যক বাংলাদেশীই হয়তো পা রাখতে পেরেছেন অরুণাচলে। বার বার নানামুখী প্রচেষ্টা, অনুনয়-বিনয় আর দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আমি আর নিলয় পেয়ে যাই প্রোটেক্টেড এরিয়া পারমিট। খুব সম্ভবত আমিই প্রথম বাংলাদেশী কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পূণাঙ্গভাবে এক্সপ্লোর করতে যাচ্ছি অরুণাচল প্রদেশ।
Contact :
sumonmcj@yahoo.com
#arunachal #travel #অরুণাচল #অরুনাচল #ভ্রমণ
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে অরুণাচল || Way to Arunachal
Теги
arunachal pradesharunachal pradesh tourismarunachal pradesh travel guidetawang arunachal pradesharunachal pradesh vlogarunachalarunachal travel guidetravel vlogarunachal pradesh tourarunachal tourarunachal pradesh by roadarunachal pradesh tour costarunachal travelbomdilabhalukpongsalahuddin sumonঅরুণাচল প্রদেশঅরুণাচলঅরুণাচল প্রদেশ ভ্রমণঅরুণাচল ভ্রমণকম খরচে অরুনাচল প্রদেশ ভ্রমণঅরুণাচল ভ্রমণ গাইডঅরুণাচল প্রদেশ ভ্রমণ গাইডবুমডিলাভালুকপং