হরি ঘোষ, জামুড়িয়া: মহাকাশ থেকে রহস্যজনক বস্তু উড়ে এসে পড়ল জামুড়িয়াতে। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ল চাঞ্চল্য। একাধিক জায়গায় কোথাও বাড়ি ঘরের ক্ষতি হয়েছে আবার কোথাও মাটিতে গভীর গর্তের সৃষ্টি হয়েছে।
জানা গেছে যে জামুড়িয়ার ইকরা গ্রাম, বাদ্যকর পাড়া, জাদুডাঙ্গা আদিবাসী পাড়া, বেনালি বাঁধ এলাকায় এই রহস্যজনক বস্তুগুলো এসে পড়েছে। ফলে এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি মহাকাশ থেকে এই বস্তুগুলো তারা স্বচক্ষে মাটিতে পড়তে দেখেছেন।
Ещё видео!