#আশ্চর্য_দর্শন Aschorjo-দর্শন #Largest_Prehistoric_Birds
Largest Prehistoric Birds Ever Existed on Earth
Birds that Once hunted Humans
আমাদের পৃথিবী সৃষ্টি থেকে শুরু করে আজকের সময় পর্যন্ত আনুমানিক 450 কোটি বছর পার করেছে। আর এই দীর্ঘসময়ের যাত্রায় পৃথিবীতে হাজার হাজার নতুন নতুন প্রজাতির প্রাণীর আগমন হয়েছে। যাদের মধ্যে কিছু কিছু প্রাণী লাখো কোটি বছর পৃথিবীতে রাজ করেছে। ঠিক এমন একটি প্রাণীর ডাইনোসর। তবে ওই সময় পৃথিবীতে ডাইনোসর এর পাশাপাশি অনেক বিশাল বিশাল আকৃতির পাখিরাও বাস করত এবং যারা হিংস্রতার দিক দিয়ে ডাইনোসরের থেকে কোন অংশে কম ছিলনা। তো আজকের ভিডিওটিতে আমরা অতীতে বিলুপ্ত হয়ে যাওয়া ১০টি দানবাকৃতির হিংস্র প্রিহিস্টরিক পাখির ব্যাপারে বলবো। যাদের কিছুকে উরন্ত ডাইনোসর বল্লেও ভুল হবেনা। আর আপনারা যদি এরকমই আরো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন টি অন করে দিন। তো শুরু করা যাক।
1. Argentavis: Argentavis এক প্রকার বিশাল দানব আকৃতির পাখি ছিল। যাদের late মায়োসিন কালে পৃথিবীতে আগমন ঘটেছিল। অনেকের মতে Argentavis এর উৎপত্তি সম্ভবত আমেরিকার বর্তমান ক্যালিফোর্নিয়া অঞ্চলে হয়েছিল। এই বিশাল দানবাকৃতির পাখির ডানার দৈর্ঘ্য আনুমানিক 7.5 থেকে 8 মিটার অর্থাৎ 24 থেকে 26 ফুট পর্যন্ত হতে পারত।
2. Haast's Eagle: এ পাখি আজ থেকে প্রায় 600 বছর পূর্বে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু এই পাখি খুবই হিংস্র এবং ডেঞ্জারাস স্বভাবের ছিল। হেস্ট ইগল যখন পৃথিবীতে বেঁচে ছিল তখন সর্বশেষ এরা নিউজিল্যান্ড এর দক্ষিণে অবস্থিত দ্বিপগুলোতে বাস করত।
3. Brontornis: Brontornis একটি বিশাল দানব আকৃতির পাখি ছিল, যাদের উৎপত্তি মায়োসিন পিরিয়ডে আর্জেন্টিনায় ঘটেছিল।
4. Kelenken: বিশাল দানব আকৃতির উড়তে না পারা হিংস্র পাখি হচ্ছে Kelenken। যারা আজ থেকে আনুমানিক 15 মিলিয়ন বছর পূর্বে মায়োসিন পিরিয়ডে সম্ভবত নর্থ আমেরিকার দেশ, আর্জেন্টিনার পশ্চিমের অঞ্চলগুলোতে বাস করত।
5. Phorusrhacos ফোরাসরেকোস : ফোরাসরেকোস একটি জায়ান্ট ফ্লাইটলেস সন্ত্রাসী পাখি ছিল। যারা মায়োসিন যুগের সময় আর্জেন্টিনায় বাস করত।
6. Osteodontornis অস্টিওডোনটর্নিস : Osteodontornis অস্টিওডোনটর্নিস পৃথিবীর ইতিহাসের দ্বিতীয় বৃহত্তম উড়ন্ত পাখি ছিল।
7. paraphysornis পারাপায়সর্নিস: paraphysornis পারাপায়সর্নিস একটি দানব আকৃতির শিকারি সন্ত্রাসী পাখি ছিল যাদের স্বভাব কিছুটা ব্রনটর্নিস পাখিদের মতো
8. Merriam's teratorn: Merriam's টেরাটর্ন মূলত একটি শকুন প্রজাতির পাখি ছিল। তবে এরা আধুনিক শকুনের তুলনায় অনেক বিশালাকৃতির হত।
9. Physornis পায়সর্নিস: Physornis পায়সর্নিস একটি বিশাল আকৃতির দৈত্যাকার পাখি। যারা আজ থেকে আনুমানিক 29 থেকে 23 মিলিয়ন বছর পূর্বে আর্জেন্টিনা বাস করত।
10. titanis :একটি বিশাল দানব আকৃতির পাখি ছিল, যাদের উৎপত্তি প্লাস্টোসিন পিরিয়ডে নর্থ আমেরিকায় ঘটেছিল।
Footage Credit:
Special Thanks To:
Tusk org
Mental Floss
Hakai Magazine
San Diego Zoo Animals & plants
Smithsonian magazine
Westen61
Medium
IndiaTV
Pinterest
If Your Content Used in this video and i don't give you credit Then it's my mistake, Please Contact Me in This Email: hossenshovon100@gmail.com
My Facebook Profile :
[ Ссылка ]
My Instagram Profile:
[ Ссылка ]
Our Facebook Page :
[ Ссылка ]
Email : hossenshovon100@gmail.com
For any Copyright or Sponsorship Please Contact us Thru Mail.
Vocal: Hossen Mohammad Khan
Script: Yasir Arafat Joy
Edited by: Yasir Arafat Joy
Directed By: Hossen Mohammad Khan
Ещё видео!