হারিয়ে যান রূপকথার জগতে... শুনুন মিজানুর রহমান আরিয়ান পরিচালিত চরকি অরিজিনাল ফিল্ম “নেটওয়ার্কের বাইরে”র গান ‘রূপকথার জগতে’।
দেখুন “নেটওয়ার্কের বাইরে” সম্পূর্ণ ছবিটি এই লিংকেঃ www.chorki.com/videos/networkerbaire
গান: রূপকথার জগতে
কথা: সোমেশ্বর অলি
কণ্ঠ: অবন্তি সিঁথী ও রেহান রাসুল
সুর ও সংগীত: সাজিদ সরকার
রূপকথার জগতে
কিছু কথার পিঠে কথা/
তুমি ছুঁয়ে দিলেই মুখরতা/
হাসি বিনিময় চোখে চোখে/
মনে মনে রয় ব্যাকুলতা/
আমায় ডেকো একা বিকেলে/
কখনো কোনো ব্যথা পেলে/
আমায় রেখো প্রিয় প্রহরে/
যখনই মন ক্যামন করে/
কোনো এক রূপকথার জগতে/
তুমি তো এসেছো আমারই হতে/
কোনো এক রূপকথার জগতে/
তুমি চিরসাথী আমার, জীবনের এই পথে।।
কোথাও ফুটেছে ফুল/
কোথাও ঝরেছে তারা/
কোথাও কিছু নেই/
তোমার আমার গল্প ছাড়া/
তুমি আমার স্বপ্নসারথি/
জীবনে তুমি সেরা সত্যি।।
সময় ফুরিয়ে যাক/
প্রেমের কবিতা পড়ে/
ছড়াও কিছু সুখ/
যখন তোমার ইচ্ছে করে/
তুমি আমার গল্প জোনাকি/
তোমারই আশায় আশায় থাকি।।
#Networker_Baire #OriginalFilmSong #CHORKI #FilmFunFoorti
Ещё видео!