শিরোনামঃ মাজার পূজা সম্পর্কে ইসলাম ধর্ম কি বলে?
বিস্তারিত তথ্যঃ একজন খ্রিস্টান মহিলা ডাঃ জাকির নায়েকের কাছে জানতে চান যে ইসলাম ধর্ম মাজার পূজা সম্পর্কে কি বলে। জবাবে ডাঃ জাকির নায়েক বলেন যে ইসলাম ধর্মে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শরীক করা। তিনি বলেন যে মাজার অথবা দরগায় নিয়ে কিছু মানুষ মাজারের সামনে সিজদা করে যার মাধ্যমে তারা আল্লাহর সাথে মাজারকে শরীক কর করে। মাজারের সামনে সিজদা করা অথবা পীরের কাছে কিছু চাওয়া হচ্ছে আল্লাহর সাথে শরীক করা। ইসলাম ধর্মে এটা সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ চাইলে তাঁর বান্দার সকল গুনাহ ক্ষমা করে দিবেন। কিন্তু তিনি কখনো শিরক করার গুনাহ ক্ষমা করবেন না। তাই সকল মুসলিমের উচিত মাজার পূজার মতো শিরকি কাজ থেকে নিজেকে দূরে রাখা।
Ещё видео!