এই গানটির বেলায় বিভিন্ন শিল্পীর কন্ঠে গানের মূল শব্দ গুলোর সঠিক মূল্যায়ন হয়নি। লালন সমগ্রতে আছে-
সময় গেলে সাধন হবে না।
দিন থাকিতে তিনের সাধন কেন করলে না।।
জানো না মন খালে বিলে
থাকে না মীন জল শুকালে।
কি হবে আর বাঁধা দিলে, মোহনা শুকনা।।
অসময়ে কৃষি করে
মিছামিছি খেটে মরে।
গাছ যদিও হয় বীজের জোরে, ফল ধরে না।।
অমাবস্যায় পূর্নিমা হয়
মহাযোগ সেই দিনে উদয়।
লালন বলে তাহার সময় দণ্ড রয় না।।
my youtube channel.
[ Ссылка ]
Ещё видео!