লীলা মজুমদার (২৬ ফেব্রুয়ারি ১৯০৮ – ৫ এপ্রিল ২০০৭)
রচনাঃ আশুতোষ ভট্টাচার্য
সুর ও কন্ঠঃ তাপস মৌলিক
সংগীতায়োজন ও যন্ত্রানুষঙ্গঃ সমীর সরকার
শব্দগ্রহণ ও সম্পাদনাঃ ওয়েভওয়ার্কস অডিও ভিসুয়াল স্টুডিও, নৈহাটি
সৌজন্যেঃ ‘পেরিস্তানঃ দি ওয়ার্ল্ড অফ লীলা মজুমদার’ - সৌম্যকান্তি দত্ত পরিচালিত একটি তথ্যচিত্র
তথ্যচিত্রের লিংক: [ Ссылка ]
A Tribute to Lila Majumdar (26 February 1908 – 5 April 2007)
Lyrics: Ashutosh Bhattacharyya
Composition & Voice: Tapas Moulik
Music Arrangement: Samir Sarkar
Recording & Editing: @WaveworksIndia, Naihati.
Courtesy: ‘Peristan: The World of Lila Majumdar’ – A documentary film directed by Soumyakanti Dutta [@theproductionofsoumyathesn8183]
Link of the Documentary: [ Ссылка ]
lyrics:
পকেট ভর্তি নুড়ি পাথর
আবছা আলো, অন্ধকার
প্রজাপতি, পাখির পালক
লেখেন লীলা মজুমদার।।
পাইন গাছের সারি, পাহাড়
ঘুরতে যাবি আরেকবার
পাকদণ্ডী, মেঘ রোদ্দুর
সঙ্গে লীলা মজুমদার।।
বাঁশের ঝাড়ে, নদীর পাড়ে
ভূতগুলো সব চমৎকার
সোনা, টিয়া, ময়না, শালিক
সবার লীলা মজুমদার।।
সে রূপকথার গল্প শুনি
ঠাকুমা আর ঠাকুরদার
গুপ্তধনের হদিস দিতে
হাজির লীলা মজুমদার।।
মেঘের দেশে বাতাসবাড়ি
শোনাচ্ছে কে গল্প তার
পদিপিসীর বর্মি বাক্স
বলেন লীলা মজুমদার।।
Ещё видео!