ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন | Kamalapur Railway Station Dhaka | Explore Train station in Dhaka
কমলাপুর রেলওয়ে স্টেশন
বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত কেন্দ্রীয় রেলওয়ে স্টেশন। এটি বাংলাদেশের বৃহত্তম রেলওয়ে স্টেশন যা রাজধানী ঢাকার প্রবেশদ্বার হিসেবে বিবেচিত। এর অবস্থান ঢাকার মতিঝিলে।
কমলাপুর রেলওয়ে স্টেশনটি পাকিস্তান আমলে তৈরি হলেও স্টেশনের রেলপথটি ব্রিটিশ ভারতীয় আমলে নির্মিত হয়। পাকিস্তান সৃষ্টির পর ঢাকায় অবস্থিত পুরোনো রেলওয়ে স্টেশনটি অপর্যাপ্ত হওয়ায় শহরের কমলাপুর এলাকায় আরেকটি রেলওয়ে স্টেশন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এর নকশা করেছেন মার্কিন স্থপতি রবার্ট বাউগি। স্থপতি ছিলেন দুজন আমেরিকান: ড্যানিয়েল ডানহাম এবং বব বুই
এটি প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৬০ সালে আর চালু হয় ১৯৬৯ সালে।
কমলাপুর রেলওয়ে স্টেশনের স্থাপত্যশৈলী সত্যি অনন্য পুরো স্থাপনাটি ৩৬টি বর্গক্ষেত্রের সমন্বয়ে গঠিত। এতে মোট ৪৯টি কলাম রয়েছে। এর ওপর দাঁড়িয়ে আছে ৩৬টি সরু কংক্রিটের গম্বুজ নিয়ে একটি ছাদ। ৫৯ ফুট উঁচু প্রতিটি কলাম ওপরের দিকে গিয়ে চারটি শাখা বিস্তার করে ছাদটাকে ধরে রেখেছে।
কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে দৈনিক ৫০টি ট্রেন বাংলাদেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়। দিন রাত সব সবসময় এখানে মানুষের যাতায়াত থাকে। যাত্রীদের সেবাদানের জন্য কমলাপুর স্টেশনে শতাধিক এবং বিভিন্ন বিভাগে বহুসংখ্যক কর্মচারি কর্মরত। এরপরও নানা সমস্যায় জর্জরিত কমলাপুর রেলওয়ে স্টেশন। যাত্রী বেড়েছে বহুগুণ। কমলাপুর রেলওয়ে স্টেশনের প্লাটফর্ম এর দৈর্ঘ্য ৯১৮.৪ মিটার। কমলাপুর রেলওয়ে স্টেশন এর প্ল্যাটফর্মের সংখ্যা সর্বোমোট ১১ টি।
নিরাপত্তার জন্য আছে রেলওয়ে পুলিশ।
২০২২ সাল অনুযায়ী কমলাপুর রেলওয়ে স্টেশন ব্যবহার করে দৈনিক অন্তত এক লাখ পনেরো হাজার মানুষ যাত্রা করে। রেলওয়ে স্টেশনটিতে প্রতি বছর ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে বাড়ি ফেরার অপেক্ষায় থাকা মানুষের ভীড় দেখা যায়
২০১৪ সালের পরিসংখ্যান অনুযায়ী ঢাকায় গৃহহীন মানুষের সংখ্যা অন্তত সাত হাজার। তাদের অনেকে অর্থের অভাবে কমলাপুর রেলওয়ে স্টেশনে বসবাস করে। বর্তমানে এটি শহরের নিঃস্ব জনগোষ্ঠীর আবাসস্থলের মধ্যে অন্যতম।
Your question 👇
kamalapur station
kamalapur station train
Kamlapur Railway Station
Dhaka Railway Station
Kamlapur Railway Station
Train Schedule bangladesh Railway
Bangladeshi Central Railway Station
Dhaka City
Capital city of Bangladesh
#railwaystation #dhaka #bangladesh #dhakabdvlogs #explorerrussell
Ещё видео!