আসসালামু আলাইকুম
প্রিয় বন্ধুরা আশা করি মহান আল্লাহ রব্বুল
আলামীনের অশেষ মেহেরবানিতে আপনারা
সকলে ভালো আছেন
আজকে আপনাদের কে শিখানো হবে কিবাবে
নফল নামাজের নিয়ত করতে হয়
নফল নামাজের নিয়ত ও নিয়ম
☆☆☆ আরবি-উচ্চারন
نَوَيْتُ اَنْ اُصَلِّىَ لِلَّهِ تَعَا لَى رَكْعَتِ صَلَوةِالْنَفْلِ مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِ يْفَةِ اَللَّهُ اَكْبَرُ
এটা হল নফল নামাজের আরবি নিয়ত
যারা আরবীতে নিয়ত করতে পারেন না তারা বাংলাতে এই বাবে নিয়ত করবেন
☆ বাংলা উচ্চারণ মানে
আমি কিবলামুখী হয়ে আল্লাহর উদ্দেশ্যে দুই রাকাত নফল নামাজ আদায় করছি।আল্লাহু আকবার।
☆ নফল নামাজ এর নিয়ম
নফল নামায পড়ার জন্য নির্দিষ্ট কোন সুরা
নেই। যে কোন সুরা দিয়েই এই নামায আদায়
করা যাবে। তবে যদি বড় সুরা বা আয়াত মুখুস্ত
থাকে তবে, সেগুলো দিয়ে পড়াই উত্তম।
কারন রাসুল (সাঃ) সব সময় বড় বড় সুরা দিয়ে
নফল নামায আদায় করতেন। তাই
আমাদেরও বড় সুরা মুখুস্ত করে, তা দিয়ে
তাহাজ্জুত নামাদ আদায় করা উচিৎ।
যাইহোক, বড় সুরা মুখুস্ত না থাকলে যে কোন
সুরা দিয়েই নামায আদায় করা যাবে। নিয়ম হল
২রাকাত করে করে, এই নামায আদায় করা।
প্রত্যেক রাকাতে সুরা ফাতিহা পড়ার পর, অন্য
যে কোন সুরা মিলানো। এভাবেই নামায আদায় করতে হবে।
Ещё видео!