Song: দু'পার ছুঁয়ে বহমান নদী | Dupar Chhuye Bawhoman Nodi
Singer: বাপ্পা মজুমদার | Bappa Mazumder
Composer & Lyricist: শান্তনু বিশ্বাস | Shantanu Biswas
Album: বহমান | Bawhoman
Label: Agniveena
Licensed To © G-Series
Lyrics:
দু'পার ছুঁয়ে বহমান নদী
হঠাৎ যদি থেমে যেত
বলার মত এক গল্প হত
আমার মরচে পড়া এই দেশটা যদি
সূর্যের আলো খুঁজে পেতো
দেখার মত এক দৃশ্য হতো।
শুধু কথা আর সুর ভেঙে চলা
শুধু গানের খোঁজে কোন প্রাণের খোঁজে
নিজে নিজে কথা বলা
যদি রাজনীতিবিদরা গিটার হাতে
শ্লোগানে সুর বেঁধে নিতো
শোনার মতো এক গান হতো।
এই নির্জন পথটার বাঁকে
আমার স্বপ্ন যত ঝরা পাতার মত
মাটিতে পড়ে থাকে
যদি বাঁধন খোলা ঝরা পাতাগুলো
আকাশে আকাশে উড়ে যেত
স্বপ্ন যত সব সত্যি হতো।
Know more about the artist 👇
✔ Shantanu Biswas Song Playlist: [ Ссылка ]
✔ Website: [ Ссылка ]
✔ Facebook page: [ Ссылка ]
✔ Facebook profile: [ Ссылка ]
Ещё видео!