'SOUDAGOR'
is a special new musical sensation, a combination of modern and old Bengali folk. You will have the taste of a proper lokosangeet on its tune and at the same time when you engage yourself with the lyrics, you will see a conflict between the old and modern views from girls about men.
Don't miss this amazing song guys.
একজন নারী যদি তার প্রিয়জনের কাছ থেকে ভালোবাসার বিনিময়ে ভালোবাসা না পায়, সেই নারী যদি দেখে তার প্রিয়জন / সঙ্গী / স্বামীর কাছে তার অন্তর নিঃসৃত মায়া মমতা , চিরায়ত প্রেমের কোনো মূল্য নেই , বরং তার আরাধ্য পুরুষ মানুষটি ঘর ছেড়ে বহির্মুখী ; তখন তার অন্তরের মনোবেদনা এমনি হবার কথা | আমি সেই কথাটাই গানে ফুটিয়ে তুলবার চেষ্টা করছি | নারীকে বরং তার যোগ্য ভালোবাসা সম্মান দেবার পক্ষে কথা বলেছি |
- জাহাঙ্গীর রানা
SOUDAGOR
VOCAL: PUSHPITA
LYRIC AND TUNE: JAHANGIR RANA
MUSIC: AKASH MAHMUD
EDIT: ASHIQUE MAHMUD
DOP: SHEUL BABU
LABEL: PORANER GAN
PRODUCER: JAHANGIR RANA
Warning: do not forget this is copyrighted intellectual property. You may share the youtube link. But please do not re-upload it on YouTube, Facebook or any other social platform. If you do so, you will get a copyright strike.
Poraner Gan TOP 5 SONGS:
[ Ссылка ]
[ Ссылка ]
[ Ссылка ]
[ Ссылка ]
[ Ссылка ]
FULL LYRIC
সওদাগর
তুমি আদর চাইলে আদর দিমু রে সওদাগর
মন দিমু না হায় রে তোমায়
হায়রে হায়
তুমি সোহাগ চাইলে সোহাগ দিমু রে সওদাগর
মন দিমু না হায় রে তোমায়
হায় রে হায় ||
রূপ সওদাগর রূপটা বোঝ
ঝাঁপ মারো তার গায়
বাহির লইয়া টানাটানি
অন্তরটা কে চায়
তুমি রূপ চেয়েছ রূপটাই দিমু রে সওদাগর
প্রেম দিমু না হায় রে তোমায়
হায়রে হায় ||
ফুলে ফুলে ঘুরলা তুমি
রঙেরই আশায়
মোর বাগানের ফুল ছিড়েছো
নিষ্ঠুর কলিজায়
তুমি রং চেয়েছ রঙটাই দিমু রে সওদাগর
ফুল দিমু না হায় রে তোমায়
হায় রে হায় ||
নারীর অন্তর সোনার খনি
যে দেখিতে পায়
জাহাঙ্গীর রানা সেই কথা
গানে গানে গায়
তুমি ঘর ছেড়েছ বাহির পাইয়া রে সওদাগর
ঘর দিমু না হায় রে তোমায়
হায় রে হায় ||
#Soudagor
#Pushpita
#AkashMahmud
#JahangirRana
Ещё видео!