Listen to Mangal Deep Jwele with lyrics sung by Lata Mangeshkar and others.
Song Credit:
Song: Mangal Deep Jwele
Album Title: Pratidan
Artist: Lata Mangeshkar/Others
Music Director: Bappi Lahiri
Lyricist: Gauriprasanna Mazumder
Filmstar: Victor Banerjee/Sharmila Tagore/Ranjit Mullick/Nasiruddin Shah/Lily Chakraborty
Director: Prabhat Roy
Song Lyrics:
মঙ্গল দ্বীপ জ্বেলে
অন্ধকারে দুচোখ আলোয় ভরো প্রভু
তবু যারা বিশ্বাস করে না তুমি আছ
তাদের মার্জনা করো প্রভু
যে তুমি আলো দিতে
প্রতিদিন সূর্য উঠাও
ওদের বুঝিয়ে দাও সেই তুমি
পাথরেও ফুল যে ফোটাও
জীবন মরুতে
করুনা ধারায় ধরো প্রভু।
মঙ্গল দ্বীপ জ্বেলে
অন্ধকারে দুচোখ আলোয় ভরো প্রভু
তবু যারা বিশ্বাস করে না তুমি আছ
তাদের মার্জনা করো প্রভু
বল তার কি অপরাধ
জন্ম হয়েছে যার পাকে
তোমার ক্ষমা দিয়ে তুমি
ফোটাও পদ্ম করে তাকে
ভুল পথে গেলে
তুমি এসে হাত ধর প্রভু।
মঙ্গল দ্বীপ জ্বেলে
অন্ধকারে দুচোখ আলোয় ভরো প্রভু
তবু যারা বিশ্বাস করে না তুমি আছ
তাদের মার্জনা করো প্রভু
Label:: Saregama India Ltd
For more videos log on & subscribe to our channel :
[ Ссылка ]
Facebook:: [ Ссылка ]
Twitter:: [ Ссылка ]
Google+ :: [ Ссылка ]
Ещё видео!