Parki Beach is a sandy beach in Bangladesh. This beach is between a river and delta in Anwara of Chittagong. It is 20-kilometre from the city of Chittagong. This beach is situated near the Karnaphuli River.
Parki Beach Chittagong
Although Cox's Bazar or Patenga beach is at the top of the list of sightseeing places in Bangladesh, the beauty of Parki Sea Beach in Chittagong port city is not less. The green vegetation, red crabs and azure waters of this sea beach, which is gradually becoming popular, are always ready to welcome the travelers. Parki Beach is about 15 kilometers long and 300-350 feet wide at places. Coastal Parki Beach is known as 'Parkir Char' by the locals.
Speed-boats, sea-bikes and horse-riding are organized at Perki Beach for the entertainment of tourists. The beauty of the Bay of Bengal and Karnaphuli river estuary can be enjoyed by walking north from Parki Beach, which is located in the channel of Karnaphuli river. Unconventional tourist destination Parki Beach is being developed tourist friendly with time. As a result, along with the improved transportation system, the construction of shops and security measures have been strengthened for tourists to shop.
পারকি সমুদ্র সৈকত বা পারকি সৈকত বাংলাদেশের চট্টগ্রাম শহর থেকে ২০ কিলোমিটার দক্ষিণে আনোয়ারা উপজেলায় অবস্থিত ১৩ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকত।[১] চট্টগ্রামের নেভাল একাডেমি কিংবা বিমানবন্দর এলাকা থেকে কর্ণফুলী নদী পেরোলেই পারকি চর পড়ে।
how to go
চট্টগ্রাম শহর থেকে পারকি সমুদ্র সৈকতের দূরত্ব প্রায় ২৫ কিলোমিটার। চট্টগ্রাম শহরের যেকোন স্থান থেকে পতেঙ্গা ১৫ নাম্বার জেটি দিয়ে কর্ণফুলি নদী পার হয়ে অটোরিকশা ভাড়া করে পারকি সমুদ্র সৈকত যেতে পারবেন। আবার চট্টগ্রাম থেকে বাসে আনোয়ারা বাসস্ট্যান্ড পৌঁছে সেখান থেকে সিএনজি/অটোরিকশা নিয়ে পারকি সমুদ্র সৈকত যাওয়া যায়। এছাড়া চট্টগ্রাম শহর থেকে রেন্ট-এ-কার, ক্যাব, মাইক্রোবাস বা সিএনজি রিজার্ভ নিয়ে পারকি যেতে পারবেন।
কোথায় থাকবেন
চট্টগ্রাম শহরের ষ্টেশন রোড, জেএসসি মোড় এবং আগ্রাবাদ এলাকায় বিভিন্ন মানের আবাসিক হোটেল রয়েছে। এদের মধ্যে হোটেল স্টার পার্ক, হোটেল ডায়মন্ড পার্ক, হোটেল মিসখা, হোটেল হিল টন সিটি, এশিয়ান এসআর হোটেল, হোটেল প্যারামাউন্ট, হোটেল সাফিনা ও হোটেল সিলমন উল্লেখযোগ্য।
কোথায় খাবেন
পারকি সমুদ্র সৈকতে সাধারণ মানের কিছু খাবারের দোকান রয়েছে। চট্টগ্রাম শহরে বাঙ্গালি, চাইনিজ ও ফাস্ট ফুড সহ বিভিন্ন ধরণের খাবারের হোটেল ও রেস্টুরেন্ট আছে। আর সুযোগ থাকলে অবশ্যই চট্টগ্রামের জনপ্রিয় মেজবানি খাবার ও কালা ভুনা খেয়ে দেখবেন।
শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত
বাঁশখালী সমুদ্র সৈকত
কচিখালী সমুদ্র সৈকত
ঢোল সমুদ্র দীঘি
ম্যাপে পারকি সমুদ্র সৈকত
facebook sharing buttonmessenger sharing
FACEBOOK INSTAGRAM YOUTUBE
TRAVEL TO BANGLADESH
TRAVEL VIDEO
TRAVEL ABROAD
POPULAR
HOTELS AND RESORTS
TRAVEL BLOG
COMMUNICATION
পার্কি বিচ চট্টগ্রামে অবস্থিত একটি অসাধারণ সুন্দর সমুদ্র সৈকত যা হতে পারে একটি আকর্ষণীয় ভ্রমণ কেন্দ্র। তবে অনেকেই আছেন যারা হয়তো এখন পর্যন্ত এ পারকি সৈকত এর নামই শোনেননি। সৌন্দর্যের দিক থেকে অতুলনীয় হলেও ভ্রমণ জটিলতার কারণে অথবা প্রচার প্রচারণার অভাবে এই সমুদ্র সৈকত এখন পর্যন্ত তেমন একটা জনপ্রিয় হয়ে ওঠেনি। বাংলাদেশের সমুদ্র সৈকত বলতে অধিকাংশ মানুষ চিনে কক্সবাজার সমুদ্র সৈকত এবং চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত, এছাড়াও চট্টগ্রামের গুলিয়াখালি সমুদ্র সৈকত ও মোটামুটি পরিচিত। তবে চট্টগ্রামে যে এত সুন্দর একটি সমুদ্র সৈকত পার্কি বিচ রয়েছে তা হয়তো অনেক ভ্রমণ প্রেমী মানুষেরই অজানা। আজকে আমাদের গল্পের বিষয় অন্যতম সম্ভাবনাময় একটি পর্যটন স্পর্ট এই পার্কি বিচ সম্পর্কে।
* লুসাই পার্ক এন্ড রেস্টুরেন্ট / Lusai Park & Resort.
Parki Beach Anowara / পারকি বিচ আনোয়ারা
লুসাই পার্ক, আনোয়ারা,চট্টগ্রাম is one of the popular Local Business located in ,Chittagong District listed under.
#chittagong #rainbow #instagood #travelgram #beachwaves #sunset #ব #landscape #love #ocean #travel #sea #photography #anowara #picoftheday #followme #travelphotography #instatravel #football #smartphonephotography #bike #chattogram #beautifulbangladesh #bdlife #comment #beachlife #parkiseabeach
Ещё видео!