কোন ব্যাটারি ভালো | কেন ব্যাটারি নষ্ট হয়ে যায়? সোলার কিংবা আইপিএস এর জন্য কোন ব্যাটারি কিনবেন |
এই তিনটি ব্যাটারি ব্যবহার করেছি আমি। এগুলো ছাড়াও আরো অনেক ধরনের সোলার আইপিএস ব্যাটারি মার্কেটে আছে। আমি এগুলো ব্যবহার করেছি তাই এগুলো সম্পর্কে কিছুটা জানানোর চেষ্টা করলাম। আপনার যদি কোনো প্রশ্ন থাকে, কমেন্টে জানান।আমার জানা থাকলে উত্তর দেওয়ার চেষ্টা করবো। অথবা আপনি যদি আরে বেশি জানেন, তাও কমেন্টে জানাতে পারেন। আমি আপনার থেকে শিখে নেবো।
এখানে লিথিয়াম আয়ন ব্যাটারি, ড্রাই সেল ব্যাটারি এবং লেড এসিড ব্যাটারি সম্পর্কে আলোচনা করা হয়েছে।
Ещё видео!