দেশের সর্বোচ্চসংখ্যক আঞ্চলিক সংস্করণ সংবলিত জাতীয় দৈনিক আজকের পত্রিকা। নিরপেক্ষ, নির্ভরযোগ্য ও প্রাসঙ্গিক সংবাদ পরিবেশনে এবং নতুন ধারার গণমাধ্যমে নেতৃত্ব দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আজকের পত্রিকা যথাযথ পরিশ্রম ও আন্তরিকতার সঙ্গে বাংলাদেশের প্রতিটি জেলা ও উপজেলার খবর পরিবেশন করে।
আমাদের সঙ্গে আছেন একদল তরুণ ও উদ্যমী সাংবাদিক এবং ব্যবসা ক্ষেত্রের পেশাদার কর্মী দল। আর এই পুরো দলকে নেতৃত্ব দিচ্ছেন সংবাদমাধ্যমের অভিজ্ঞ ব্যক্তিবর্গ, যাদের রয়েছে এই ক্ষেত্র সম্পর্কে বহু বছরের সঞ্চিত জ্ঞান ও অভিজ্ঞতা।
আমাদের সম্পাদক অধ্যাপক ড. মো. গোলাম রহমান বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় শিক্ষাবিদ, গণমাধ্যম গবেষক এবং যোগাযোগ বিশেষজ্ঞ। তিনি বাংলাদেশ সরকারের তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যানও ছিলেন তিনি। এ ছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।
আমরা আমাদের পাঠকদের সামনে হাজির করি প্রাসঙ্গিক সব খবর। পাশাপাশি বিভিন্ন খবরের বিশ্লেষণ, অনুসন্ধানী প্রতিবেদন তৈরির মাধ্যমে খবরের ভেতরের খবর আমরা তুলে ধরার চেষ্টা করি। ছাপা সংস্করণ ও ডিজিটাল মাধ্যম ছাড়াও আজকের পত্রিকার রয়েছে নিজস্ব অ্যাপ ও ই-পেপার।
ইউএস বাংলা গ্রুপের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশজুড়ে আমাদের রয়েছে নিজস্ব ছাপাখানাসহ মুদ্রণ সম্পর্কিত যাবতীয় ব্যবস্থা। এ ছাড়া অনলাইন সংবাদের জন্য রয়েছে প্রচুর লিংক সংবলিত সার্ভার। এই বৈশ্বিক মহামারি পরবর্তী সময়ে আমরা নতুন করে আমাদের চিন্তাধারাকে পুনরুজ্জীবিত করতে চাই। আমরা এগিয়ে যেতে চাই এমন একটি যুগের দিকে, যেখানে সারা বিশ্বের প্রতিটি মানুষের সংবাদ, গল্প—সব মানুষকে ছুঁয়ে যাবে।
-----------------------------------------------------------------------------------------------------------------------
Ajker Patrika is a prominent news media of Bangladesh with print newspaper and digital portal. With a commitment to leading the new media space with credible and relevant content for readers, Ajker Patrika caters news from every nook and cranny of Bangladesh with its dedicated legion of journalists and correspondents stationed in all Districts and most of the Upazilas of the country.
Founded on the “Country’s Local Newspaper” motto, Ajker Patrika publishes the highest number of regional editions as well as delivers the highest number of news articles to its readers in the country. We strive to provide our readers with news relevant to them, as well as investigate and explain news and events in detail.
A group of young, enthusiastic journalists and business professionals have joined our ranks and are led by industry veterans with many years of domain knowledge and experience. The Editor of Ajker Patrika Professor. Dr. Md. Golam Rahman is a leading educationist, media researcher, and communication expert of Bangladesh. He has served as the Chief Information Commissioner of the Information Commission of Government of Bangladesh and also served as the Chairman of Bangladesh Sangbad Sangstha (BSS) as well as the Chairman of the Department of Mass Communication and Journalism of the University of Dhaka. Ajker Patrika is backed by the US Bangla Group of Companies.
With a blend of innovation and uniqueness, we aim to provide trustworthy and pertinent news, information, and contents that will enrich the everyday lives of our readers.
---------------------------------------------------------------------------------------------------------------------.
Meta Tags:
Ajker Patrika Documentary Advertisement, ajker patrika, ajker patrika news, ajker patrika khobor, ajker patrika news, ajker patrika dhaka, আজকের পত্রিকা
Ещё видео!