#alone#kolitapoidahoyasa#lalon
#Kolita-poida-hoyasa#কলিতে-পয়দা-হয়েছে #লালন-সঙ্গীত
জিকির ছেড়ে হলাম ফকির,
কপ্নি করলাম সার।
আবার বাবার পেটে মায়ের জন্ম,
দুধ খাবি তুই কার?
বাবা কি শুনাইলি.........আব্বা।
কলিতে পয়দা হয়েছে।।
দিল দরিয়ার মাঝেরে ভাই
একটা সর্প রয়েছে,
আবার সর্পের মাথায় একটা ব্যাঙে
নৃত্য করতেছে।
বাবা কি শুনাইলি.........আব্বা।
কলিতে পয়দা হয়েছে।।
দিল দরিয়ার মাঝে একটা
ও ভাই ডিম্ব রয়েছে,
সেই ডিমের ভিতর ছয়টা ছানা
বসত করতেসে।
.........................................
#alone#kolitapoidahoyasa#lalon
#Kolita-poida-hoyasa#কলিতে-পয়দা-হয়েছে #লালন-সঙ্গীত
Kolita poida hoyasa। কলিতে পয়দা হয়েছে । লালন সঙ্গীত
Теги
alonekolite poyda hoyesekolite poyda hoyese lyricskolita poida hoyasaabba kolita poida hoyasakolite poida hoyasanew song kolita poida hoysakolita poida hoyasa। কলিতে পয়দা হয়েছে । লালন সঙ্গীত ।kolite poidagolite poida hoyeche re lyricsgolite poyda hoychekolite poyda hoyece regolite poyda hoyece regolite poyda hoyeche re potakolita poida hoyese। কলিতে পয়দা হয়েছে । লালন সঙ্গীত ।kolite poyda hoyeche। কলিতে পয়দা হয়েছে । লালন সঙ্গীত ।nhm tv