লীলা মজুমদারের প্রতি শ্রদ্ধার্ঘ্য
রচনাঃ আশুতোষ ভট্টাচার্য
সুর ও কণ্ঠঃ তাপস মৌলিক
____________________
লীলা মজুমদার (ফেব্রুয়ারি ২৬, ১৯০৮ - এপ্রিল ৫, ২০০৭)
আশুতোষ ভট্টাচার্য
পকেট ভর্তি নুড়ি পাথর
আবছা আলো, অন্ধকার
প্রজাপতি, পাখির পালক
লেখেন লীলা মজুমদার।।
পাইন গাছের সারি, পাহাড়
ঘুরতে যাবি আরেকবার
পাকদণ্ডী, মেঘ রোদ্দুর
সঙ্গে লীলা মজুমদার।।
বাঁশের ঝাড়ে, নদীর পাড়ে
ভূতগুলো সব চমৎকার
সোনা, টিয়া, ময়না, শালিক
সবার লীলা মজুমদার।।
সে রূপকথার গল্প শুনি
ঠাকুমা আর ঠাকুরদার
গুপ্তধনের হদিস দিতে
হাজির লীলা মজুমদার।।
মেঘের দেশে বাতাসবাড়ি
শোনাচ্ছে কে গল্প তার
পদিপিসীর বর্মি বাক্স
বলেন লীলা মজুমদার।।
_____
Ещё видео!