লাভবার্ড পালন নিয়ে ভুল ধারণা | লাভবার্ড পালন পদ্ধতি যে ভুলে পাখি মারা যায়|Mistakes in Bird rearing
যারা নতুন করে লাভ বার্ড পাখি পালন শুরু করেন তাদের এই পাখিটি নিয়ে বেশ কিছু ভুল ধারনা থাকে যতদিনে তারা এই ভুলগুলো বুঝতে পারে ততদিনে তাদের পাখিগুলো হয় দুর্বল হয়ে যায় নয়তো অসুস্থ হয়ে যায়। পরবর্তী সময়ে এই পাখিগুলো আর ডিম বাচ্চা উৎপাদন করে না। তাই গ্ৰো লাইফের আজকের ভিডিওতে আমরা জানবো লাভ বার্ড পাখি পালনে সাতটি জরুরি সর্তকতা। এই সতর্কতাগুলো না মানলে আপনার পাখি মারা যাওয়ার এবং অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
লাভ বার্ড পাখি পালন সর্তকতা:
১. লাভ বার্ড পাখির ঠোঁট খুব ধারালো ও শক্ত হয়। ওদের ধারাল ঠোট দিয়ে সারাক্ষণ কামড়ায় তাই খেয়াল রাখতে হবে পাখির খাচায় যেন পলিথিন বা প্লাস্টিক জাতীয় পাত্র না থাকে । কোন কারনে প্লাস্টিক কেটে খেয়ে ফেললে, অসুস্থ বা মারা যেতে পারে । এখানে লাভ বার্ড পাখির খাঁচাতে কখনোই প্লাস্টিকের কোন খাবারের পাত্র দিতে যাবেন না। আর প্লাস্টিকের হ্যাঙ্গার কিংবা খেলনা লাভ বার্ড পাখির খাঁচায় দিবেন না। তার বদলে স্টিলের খাবার পাত্র। কাঠ অথবা স্টিলের তৈরি খেলনা এদের খাঁচায় আপনি দিতে পারেন।
২. খাচায় এই পাখি পালন করতে খাঁচার আদর্শ মাপ ১৮-১৮-২৪ ইঞ্চি। এর থেকে ছোট খাঁচা ব্যবহার করলে পাখির নাড়াচাড়া করতে এবং উড়তে সমস্যা হয় যার ফলাফলস্বরূপ ওদের দিয়ে ব্রীডিং করানো কঠিন হয়ে পড়ে। আবার ২৪-২৪-২৪ সাইজের খাঁচা হলে আরো ভালো।
৩. কলোনিতে লাভ বার্ড পাখি পালন করলে এদের জন্য বেশিসংখ্যক হারি বা ব্রীডিং বক্স দিয়ে রাখতে হবে । কারণ এই পাখিগুলো বাসা দখল নিয়ে প্রচুর মারামারি করে। একটা বিডিং বক্স যদি একজোড়া পাখির পছন্দ হয় তবে সেই বক্সে আগে থেকে থাকা পাখিগুলো সাথে তারা মারামারিতে লিপ্ত হয়। লাভ বার্ড একটি খাচায় তিন জোড়া পাখি থাকলে সবগুলি বাক্স বা কলসি একই উচ্চতায় দিতে হবে । তা না হলে বাসা নিয়ে মারামারি করে সকলেই আহত হতে পারে।
৪. লাভ বার্ড পাখি আপনি যদি কলোনিতে পালন করেন এবং সেখানে নতুন করে হঠাৎ একটা নতুন পাখি ছেড়ে দেন সে ক্ষেত্রে সবাই মিলে ওটা কে মারবে। অনেক সময় মারামারিটা এত তীব্র হয় যে এক পাখি আর এক পাখি কে মেরে ফেলতে পারে। এজন্য নতুন পাখি আনলে সেটাকে কয়েকদিন কলোনির ভেতর অন্য একটা পৃথক খাঁচার মধ্যে রাখবেন। কিছু সময়ের মধ্যে অন্যদের সাথে ওই পাখিটার পরিচয় হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি ওই নতুন পাখিটাকে ছেড়ে দিয়ে বাকি গুলোর সাথে পাল্টে পারবেন। আবার আপনি যদি একটা বড় খাঁচায় অনেকগুলো লাভ বার্ড একসাথে পেতে চান এবং সেখানে নতুন পাখি অ্যাড করতে চান সে ক্ষেত্রে পাশে একটা খাঁচায় ওই নতুন পাখির জোড়া টাকা রাখবেন এবং দুই তিন দিন পর ওদেরকে পুরনো পাখিগুলো সাথে ছাড়বেন। প্রথম দিন ছেড়ে দিলে মারামারি হওয়ার সম্ভাবনা মোটামুটি 90 পারসেন্ট।
৫. লাভ বার্ড পাখির খাঁচাতে আপনারা স্টিল কিংবা প্লাস্টিকের হ্যাঙ্গার ব্যবহার করবেন না। কারণ আপনি যদি প্লাস্টিক বা স্টিলের হ্যাঙ্গার ব্যবহার করেন তবে ব্রিডিংয়ের সময় এদের পা পিছলে যায়। সোনা ফলস্বরূপ দিন থেকে পরবর্তী সময়ে বাচ্চা ফোটে না। এক্ষেত্রে চেষ্টা করবেন গোল নিমের ডাল ব্যবহার করার। এটা সবচাইতে ভালো। কিন্তু সংগ্রহ করতে না পারলে আপনি সাধারণ যেকোনো কাঠের তৈরি লাঠি কিংবা হ্যাঙ্গার ব্যবহার করতে পারেন।
৬. লাভ বার্ড এর পরিপূর্ণ বয়স হতে সময় লাগে প্রায় ১০ মাস। উল্লেখ্য যে কখনও কখনও ১২/১৩ মাস ও সময় লাগে । এজন্যই পাখিগুলোকে দিয়ে এক বছর বয়সের আগে ডিম বাচ্চা উৎপাদন করানো ঠিক নয়। এতে পাখিগুলো পরবর্তী সময়ে দুর্বল হয়ে পড়ে। তাই আপনি লাভ বার্ড কিনলে এক বছর বয়স হবার পর এদের জোড়া দেবেন।
৭, লাভ বার্ড পাখির ডিম থেকে বাচ্চা হতে 20 থেকে 25 দিনের মতো সময় লেগে যায়। তবে সমস্যা হলো পাখি কমপক্ষে দুই তিনটা ডিম পাড়ার আগে ঠিক ভাবে তা দিতে শুরু করে না। এটার কারণ হচ্ছে ওরা চায় ওদের সবগুলো বাচ্চার বয়স যাতে একই সমান হয়। কারণ প্রথম যে টিমটা সে পেরেছে সেটা তেই যদি তা দিতে বসে যায় সে ক্ষেত্রে ওই বাচ্চাটার বয়স 67 নাম্বার ডিমের বাচ্চার বয়স থেকে আর দশ দিন বেশি হবে। এজন্য তারা কয়েকটা ডিম পাড়ার পর থেকে ডিমে তা দেওয়া শুরু করে। তাই আপনি যদি এদের ডিমে তাদের সময় 20 25 দিন হয়েছে কিনা এটা হিসেব করতে চান তবে সেটা শেষ দিন থেকে শুরু করবেন। মানে সর্বশেষ যে তারিখে ডিম পেড়েছে ওইটা থেকে 20 25 দিন হিসাব করবেন।
Ещё видео!