Ityadi (Bengali: ITTADI - ইত্যাদি) is the first television show recorded in Chittagong port. Ityadi values Bangladeshi culture and heritage and Ityadi focusing them continuously. In this episode the main part of Ityadi was recorded at the Chittagong sea port of Chittagong district.
Ityadi program was hosted, directed and scripted by Hanif Sanket and it was produced by Fagun Audo Vision.
Hanif Sanket Facebook Page: [ Ссылка ]
চট্টগ্রাম সমুদ্র বন্দরে ধারণকৃত ইত্যাদি:
টেলিভিশন অনুষ্ঠানকে স্টুডিও’র চার দেয়ালের বাইরে নিয়ে এসে আমাদের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ভূ ও নৃতাত্ত্বিক বৈচিত্র্য এবং পর্যটনের জন্য আকর্ষণীয় প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা স্থানগুলোতে গিয়ে ইত্যাদির মূল অনুষ্ঠান ধারণ করা হচ্ছে দীর্ঘদিন থেকেই। তুলে ধরা হচ্ছে সেইসব স্থানের কৃষ্টি, সংস্কৃতিসহ গুরুত্বপূর্ণ সব তথ্য। তারই ধারাবাহিকতায় ইত্যাদি’র এই পর্বটি ধারণ করা হয়েছে আমাদের অর্থনীতির প্রাণকেন্দ্র কর্ণফুলী নদী তীরের চট্টগ্রাম সমুদ্র বন্দরের ১৩ নং জেটিতে। কয়েক হাজার দর্শক নিয়ে চট্টগ্রাম বন্দরে এ ধরনের কোন অনুষ্ঠানের আয়োজন এবারই ছিল প্রথম।
ইত্যাদি’র রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।
ইত্যাদির এই পর্বটি প্রথম প্রচারিত হয় ২০১০ সালের ২৯ জানুয়ারী।
Subscribe to our channel and watch more episodes of Ityadi - ইত্যাদি and creations of Hanif Sanket.
Warning:
This audio-visual element is copyrighted content of Fagun Audio Vision, Dhaka, Bangladesh. Any unauthorized publishing is strongly prohibited.
Ещё видео!