কেমনে কহি প্রিয়,কি ব্যথা প্রাণে বাজে,
কহিতে গিয়ে কেন,ফিরিয়া আসি লাজে।।
শরমে মরমে ম'রে,
গেল বনফুল ঝ'রে,
ভীরু মোর ভালোবাসা শুকালো মনের মাঝে।।
আজিকে ঝরার আগে,নিলাজ অনুরাগে,
ধরিতে যে সাধ জাগে, হৃদয়ে হৃদয় রাজে।।
কেমনে কহি প্রিয়,কি ব্যথা প্রাণে বাজে,
কহিতে গিয়ে কেন,ফিরিয়া আসি লাজে।।
নজরুলগীতি - শবনম আবেদী
এ পোষ্ট কেবলই বিনোদনমূলক, -অলাভজনক। সকল কৃতিত্ব মূল কপিরাইট হোল্ডারের এবং সে জন্য কৃতজ্ঞতা স্বীকার করছি। ধন্যবাদ।
Ещё видео!