#K_TV_PRO
Song - Oviman (অভিমান)
Natok - Best friend 3
Cast : Farhan Ahmed Jovan, Mehazabien Chowdhury
Director - Probir Roy Chowdhury
Vocal - Tanveer Evan
Tune & Lyrics - Tanveer Evan
Music Composer - Piran khan
Label - CD Choice Drama
Note : I do not own this track. This song is copyrighted to "CD Choice Drama - Best Friend 3". Let me know before you report any copyright.
আমি পারিনি তোমাকে
আপন করে রাখতে,
আমি পারিনি তোমাকে
আবার আমার করে রাখতে।
তুমি বুঝনি, আমি বলিনি
তুমি স্বপ্নতে কেন আসনি?
আমার অভিমান তোমাকে নিয়ে
সব গেয়েছি।
গানে গানে সুরে সুরে কত কথা
বলেছি তোমাকে,
তুমি বুঝনি, বুঝনি।।
কখনো যদি, আনমনে চেয়ে
আকাশের পানে আমাকে খুঁজো,
কখনো যদি, হঠাৎ এসে
জড়িয়ে ধরে বলো ভালোবাসো।
আমি প্রতি রাত, হ্যাঁ প্রতিক্ষণ
খুব অজানায় কত অভিনয়,
করে বসি তোমায় ভেবে।
আমার অযথা সব লেখা গান
সব শুনে মন করে উচাটন,
তুমি বোঝোনি কেন আমাকে?
তুমি বুঝনি, আমি বলিনি
তুমি স্বপ্নতে কেন আসনি?
আমার অভিমান তোমাকে নিয়ে
সব গেয়েছি।
গানে গানে সুরে সুরে কত কথা
বলেছি তোমাকে,
তুমি বুঝোনি, বুঝোনি। ..
Thanks for watching. please like, comment and share.
#Best_Friend_3_Song
#Oviman
#Bangla_natok_song_2021
#Oviman
#Bangla_New_Song_2021
#Chere_Jeo_Na
#ami_parini_tomake_apon_kore_rakhte
#I_Love_Music
আমি পারি নি তোমাকে
আপন করে রাখতে
আমি পারি নি তোমাকে
আপন করে রাখতে
তুমি বুঝনি আমি ভুলিনি
তুমি স্বপ্নতে কেন আসোনি
আমার অভিমানি তোমাকে নিয়ে সব গেছি
তুমি বুঝনি আমি ভুলিনি
তুমি স্বপ্নতে কেন আসোনি
আমার অভিমানি তোমাকে নিয়ে সব গেছি
গানে গানে সুরে সুরে কত কথা
বলেছি তোমাকে তুমি বুঝনি, বুঝনি
কখনো যদি আনমন চেয়ে আকাশের পানে
আমাকে খুজো
কখনো যদি হঠাৎ এসে জরিয়ে ধরে
বলো ভালোবাসো
আমি প্রতিরাত হ্যা প্রতিক্ষণ
খুব অজানায় খুব অভিনয়
করে বসি তোমায় ভেবে
আমার অযথা সব লেখা গান
সব শুনে মন করে অযাতন
তুমি বোঝনি কেন আমাকে
তুমি বুঝনি আমি ভুলিনি
তুমি স্বপ্নতে কেন আসোনি
আমার অভিমানি তোমাকে নিয়ে সব গেছি
তুমি বুঝনি আমি ভুলিনি
তুমি স্বপ্নতে কেন আসোনি
আমার অভিমানি তোমাকে নিয়ে সব গেছি
গানে গানে সুরে সুরে কত কথা
বলেছি তোমাকে তুমি বুঝনি, বুঝন
Ещё видео!