সময়ের -
মন নেই! তবু -
মন কেমন করে -
নিজেকে অচেনা লাগে সমুদ্রস্নানের পরে ...
আবার -
সকাল হলে,
বোসো তুমি রোদের ছায়ায় -
যা নেই তাও থাকে, আসলে কি কিছু বদলায়?
আমি -
আছি গতকালেও ,
আমি আছি আগামীতেও -
যেমন এখন আমি আছি ।
বাতাসের -
জন্যে, হয়ত অরণ্যে -
গাছের শরীরে, পাতায় পাতায় আমি আছি !
হয়ত -
আষাঢ় মাসে
নরম হাতের পাশে -
একলা ছাতায় আমি আছি।
তুমি আঙ্গুল ছুঁয়ে দেখো - আমি আছি!
Singer : Arijit Singh
Film : Khaad (2014)
Lyrics : Srijato Bandopadhyay
Composition : Indraadip Dasgupta
Directed By : Kaushik Ganguly | Produced By SVF
Cover Song Credits
Vocals & Music Production : Shom Chaterjjee
Electric Guitars & Bass : Arghya Kamal Chattopadhyay
Sitar : Kalyan Majumdar | Percussions : Uday Mukherjee
Vocals Recorded, Mixed & Mastered By : Anand Dabre @ LM Studio, Mumbai
Ещё видео!