#SamajSebiSangha, #SamajSebiSanghaDurgaPuja2019, #DurgaPuja2019Kolkata, #DurgaPuja2019Theme, #Kolkata
Samaj Sebi Sangha Durga puja 2019 Theme | Durga Puja 2019 Kolkata | Pandel Making | সমাজ সেবি সংঘ দুর্গাপূজা 2019
Samaj Sebi Sangha at South Kolkata, West Bengal, India
Theme - '' Kurnish '' The Concept has been ideated by Pradip Das
এবছর তাদের দুর্গা পুজো থিমের মাধ্যমে সমাজের শ্রমিক শ্রেণীকে 'কুর্নিশ' জানাতে চলেছে সমাজসেবী সংঘ। তাই এবছর তাদের প্যান্ডেলের থিম 'কুর্নিশ'। সমাজের শ্রমিক শ্রেণীর মানুষরা বরাবরই লোকচক্ষুর আড়ালে থেকে নিজেদের কাজ চালিয়ে যায়।তাই তাদের কুর্নিশ জানানোর উদ্দেশ্যেই সমাজসেবী সংঘের পক্ষ থেকে এই উদ্যোগ। এবছর তাদের সমগ্র ভাবনায় রয়েছেন প্রদীপ দাস। সঙ্গে প্রতিমা তৈরিতে রয়েছেন পিন্টু শিকদার। এবং আলো ও আবহে রয়েছেন বুম্বা দত্ত ও দীপময় দাস।
Ещё видео!