#ragkomlephonekoris #রাগকমলেফোনকরিস #ZiA
Song : Raag komle phone koris
Lyrics : Pijush Das
Tune : Pijush Das
Music arrangement : Sajid Sarkar
Singer : Abanti Sithi & Mezba Bappy
রাগ কমলে ফোন করিস
আমি রাত জেগে বসে তোর অপেক্ষায়
তুই কেন যে এমন করিস
ফোন করবো না আমি রেগে আছি বেজায়
কথা জমলে ফোন করিস
আমি তারা গুনে লিখে রাখি মেঘের গায়
বল কেন এত ভুল করিস
আমি গলছিনা কিছুতেই তোর কথায়
তুই এত সহজে শুধরে যাবি না জানি
তাই হতেই হয় আমাকে অভিমানী
তোর ফোন না এলে ঘুম নামে না দুচোখে
তাই তখন থেকে বলেই চলেছি তোকে
রাগ কমলে ফোন করিস
কমবে না কমবে না রাগ
কমবেনা কমবেনা রাগ
করবোনা করবোনা ফোন
মনটা নরম করে
একবার ফোন করে কথা বলে নে না
প্লিজ কেউ কি এমন করে
এত ভালবাসি তবু তোর মনে জাগে না সোহাগ
এত বোকা ছেলে তুই
আমাকেই খুঁজলি না
অভিমানে প্রেম থাকে এইটুকও বুঝলি না
ভালোবাসি যাকে তার উপরেই করা যায় রাগ
রাগ কমলে ফোন করিস
তোকে গান গেয়ে গেয়ে ঘুম পাড়াবো
কাল সন্ধ্যেয় দেখা করিস
তোর প্রিয় ফুল হাতে নিয়ে দাঁড়াবো
এত ভয় পেয়ে ভুল করিস
তোকে একলা ফেলে কি আমি পালাবো
তুই কেন যে এমন করিস
রাগ কমে গেলে ঠিক তোকে জানাবো
তুই এত সহজে শুধরে যাবি না জানি
তাই হতেই হয় আমাকে অভিমানী
তোর ফোন না এলে ঘুম নামে না দুচোখে
তাই তখন থেকে বলেই চলেছি তোকে
রাগ কমলে ফোন করিস
কমবেনা কমবেনা রাগ
কমবেনা কমবেনা রাগ
করবোনা করবোনা ফোন
রাগ কমলে ফোন করিস
গান সাজেস্ট :- শর্ট সার্কিট
Follow me :- [ Ссылка ]
Ещё видео!