অস্ট্রিয়া পশ্চিম ইউরোপের একটি রাষ্ট্র। অস্ট্রিয়া মূলত আল্পস পর্বতমালার উপরে অবস্থিত। দেশটির তিন-চতুর্থাংশ এলাকাই পর্বতময়। ১৯৩৯ সালে নাৎসি জার্মানি অস্ট্রিয়াকে নিজেদের সাথে সংযুক্ত করে নেয়। বর্তমানে দেশটি একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্য।মধ্য ইউরোপের স্থলবেষ্টিত এই দেশের প্রতিবেশী দেশ মোট ৮ টি। উত্তরে জার্মানি ও চেক প্রজাতন্ত্র, পূর্বে স্লোভাকিয়া ও হাঙ্গেরি, দক্ষিণে স্লোভেনিয়া ও ইতালি, এবং পশ্চিমে সুইজারল্যান্ড ও আল্পস পর্বতমালার উপরের ছোট্ট দেশ লিকটেন্ষ্টাইন। অস্ট্রিয়া মূলত আল্পস পর্বতমালার উপরেই অবস্থিত একটি শীত প্রধান দেশ। দেশটির তিন-চতুর্থাংশ এলাকাই পর্বতময়।অস্ট্রিয়ার রাষ্ট্রীয় ভাষা জার্মান তবে এখানে মূল জার্মান ভাষার একটি পরিবর্তিত রূপ ব্যবহৃত হয়। এর নাম অস্ট্রীয় জার্মান। জার্মান ভাষায় এর নাম Schönbrunner Deutsch (শ্যোনব্রুনার ডয়েচ অর্থাৎ রাজকীয় প্রাসাদের জার্মান)। অস্ট্রীয় জার্মান বর্তমান আদর্শ জার্মান ভাষা থেকে বেশ কিছু দিকে থেকে আলাদা।অস্ট্রিয়া একটি সংসদীয় গণতান্ত্রিক রাষ্ট্র। এখানে ৯টি ফেডারেল রাজ্য রয়েছে। এটি ইউরোপের ৬টি রাষ্ট্রের অন্যতম যারা স্থায়ীভাবে নিরপেক্ষতা ঘোষণা করেছে।অস্ট্রিয়াতে আছে, বিশ্ব বিখ্যাত কিছু বিশ্ববিদ্যালয়। এর মধ্যে ইউনিভার্সিটি অব ভিয়েনা অন্যতম। ইউরোপের তৃতীয় পুরাতন এই বিশ্ববিদ্যালয় এবং এখানকার সকল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে তৃতীয় বিশ্বের দেশগুলোর কোন প্রকার টিউশন ফি দিতে হয়না। আমাদের দেশে অস্ট্রিয়ান অ্যামব্যাসি নেই তাই ভিসা নিতে হলে ভারতে যেতে হবে। কেউ যদি জার্মান ভাষা জানে তাহলে তার জন্যে পার্ট টাইম চাকরি পাওয়াটা সহজ হয়।হিটলারের জন্ম অষ্ট্রেয়াতে। রোমানদের শাসনে ছিল অনেক বছর ধরে এই অষ্ট্রিয়াতে। এখানকার মুদ্রামান ইউরো, জীবন যাত্রার মান খুবই ব্যয়বহুল। ঘরভাড়া, পানি, বিদ্যুৎ এবং পরিবহন সরকারী প্রশাসনে চলে। তাই ঘরভাড়া, পানির ও বিদ্যুৎ বিল খুবই কম, সাধারণ পরিবহনের জন্য সরকারকে ৩৬৫ ইউরো প্রতিজন দিলেই সব রকম পরিবহন খরচ থেকে মুক্ত এক বৎসরের জন্য। অষ্ট্রিয়ার ভিয়েনাকে (রাজধানী) মিউজিক্যাল সিটি বলা হয়। এখানে সব সময় বিভিন্ন অনুষ্ঠান লেগেই থাকে। অপেরা হাউজে মিশন ইম্পসিবল ৫ এর দৃশ্য নেওয়া হয়। গরমের সময় বেশিরভাগ স্থানীয়রা দেশের বাইরে বেড়াতে চলে যায়।আশির দশক থেকেই ভিয়েনায় বাংলাদেশিদের বসবাস শুরু হয়। প্রথমদিকে যারা এসেছিলেন তাদের ৯৯ শতাংশই ছিলেন সরকারি চাকরিজীবী। বাংলাদেশ থেকে জাতিসংঘের বিভিন্ন অফিসে চাকরি নিয়ে এসেছিলেন তারা। ৫৫ হাজার বর্গমাইলের বাংলাদেশে যেখানে ১৬ কোটি মানুষের বসবাস সেখানে ৩২ হাজার বর্গমাইল আয়তনের অস্ট্রিয়ার জনসংখ্যা মাত্র ৮০ লাখ। এখানে ৬ হাজার বাংলাদেশি বসবাস করছে। এই ৬ হাজারের মধ্যে ৮০ শতাংশই থাকেন রাজধানী ভিয়েনায়। অধিকাংশই বসবাস করেন সপরিবারে। অস্ট্রিয়ায় প্রায় ২শ’ বাঙালি ট্যাক্সি ড্রাইভার রয়েছেন। বাংলাদেশিদের উদ্যোগে শহরের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে চারটি মসজিদ।আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি অস্ট্রিয়া দেশ সম্পর্কে অজানা তথ্য এবং অস্ট্রিয়া দেশের ইতিহাস সম্পর্কে।আজকের ভিডিওটি পৃথিবীর প্রতিটি ভ্রমণ পিপাসু মানুষের কাছে অস্ট্রিয়া দেশ সম্পর্কে ধারনা পাল্টে দিবে।
#দেশ_পরিচিতি #countryinformation #বাংলা_ডকুমেন্টারি #bangla_documentary #অস্ট্রিয়ায়_উচ্চশিক্ষা #অস্ট্রিয়া_ভিসা #অস্ট্রিয়া_দেশ #অস্ট্রিয়া #austria
bank statement required for Austria student visa
apply documents in Austria university
অস্ট্রিয়া অদ্ভুত একটি ইউরোপীয় দেশ
সুন্দর্যের লিলাভূমি ইউরোপের দেশ অস্ট্রিয়া
Austria country bangla
অস্ট্রিয়া দেশ সম্পর্কে চমকপ্রদ তথ্য
অস্ট্রিয়া দেশ সম্পর্কে অজানা তথ্য
অস্ট্রিয়ায় উচ্চশিক্ষা
অস্ট্রিয়া কাজের ভিসা
অস্ট্রিয়া কোন মহাদেশে অবস্থিত
অস্ট্রিয়া ভিসা
vienna austria
austrian german
austria tourism
austria
austria country
অস্ট্রিয়া
অস্ট্রিয়া দেশ
Ещё видео!