Song : Artonad [Remastered]
Album : Rockstrata - 25th Anniversary Edition
Band : Rockstrata
Lyrics & Music : Arshad Amin
Release : January, 2015 (Original Studio Album released in 1992)
Arshad Amin: Bass
Mahbubur Rashid: Drums
Mushfiq Ahmed: Vocals
Mainul Islam: Guitars
Imran Hussain: Guitars
The full "Rockstrata - 25th Anniversary Edition" album can be streamed from here: [ Ссылка ]
Lyrics:
জীবনের এই পথে চলেছি আমি একা
সকল বাধা ভেঙে ছুটে চলেছি আজ
জানি না কবে আমি পাবো ঠিকানা
জয়ী হব কি না তাও জানি না।
আমিও তোমাদেরই একজন
চেয়েছিলাম তোমাদের মাঝে থাকতে
আমারও ছিল কিছু স্বপ্ন
দাওনি কেন কোন সুখ নিয়ে বাঁচতে।
চিৎকার হাহাকার চারিদিকে কান্না
কিভাবে এসব হলো কেউ যে জানে না
সবাইকে দেখে মনে হয় যেন অপরাধী
এ জীবন কখনো চাইনি আমি।
আমি আজ তাই বেড়িয়েছি নতুন আশা নিয়ে
যদি কোন দিন এ পথে আশ্রয়ের ছায়া মিলে।
চিৎকার হাহাকার চারিদিকে কান্না
কিভাবে এসব হলো কেউ যে জানে না
সবাইকে দেখে মনে হয় যেন অপরাধী
এ জীবন কখনো চাইনি আমি।
আমিও তোমাদেরই একজন
চেয়েছিলাম তোমাদের মাঝে থাকতে
আমারও ছিল কিছু স্বপ্ন
দাওনি কেন কোন সুখ নিয়ে বাঁচতে।জীবনের এই পথে চলেছি আমি একা
সকল বাধা ভেঙে ছুটে চলেছি আজ
জানি না কবে আমি পাবো ঠিকানা
জয়ী হব কি না তাও জানি না।
আমিও তোমাদেরই একজন
চেয়েছিলাম তোমাদের মাঝে থাকতে
আমারও ছিল কিছু স্বপ্ন
দাওনি কেন কোন সুখ নিয়ে বাঁচতে।
চিৎকার হাহাকার চারিদিকে কান্না
কিভাবে এসব হলো কেউ যে জানে না
সবাইকে দেখে মনে হয় যেন অপরাধী
এ জীবন কখনো চাইনি আমি।
আমি আজ তাই বেড়িয়েছি নতুন আশা নিয়ে
যদি কোন দিন এ পথে আশ্রয়ের ছায়া মিলে।
চিৎকার হাহাকার চারিদিকে কান্না
কিভাবে এসব হলো কেউ যে জানে না
সবাইকে দেখে মনে হয় যেন অপরাধী
এ জীবন কখনো চাইনি আমি।
আমিও তোমাদেরই একজন
চেয়েছিলাম তোমাদের মাঝে থাকতে
আমারও ছিল কিছু স্বপ্ন
দাওনি কেন কোন সুখ নিয়ে বাঁচতে।
Ещё видео!