সবুজ ঘাসে ভরে গেছে পুরো এলাকা। বুক চিরে দেখা দিচ্ছে নতুন কচি গাছগাছালি আর লতা-গুল্মের কুঁড়ি। পশ্চিমের বঙ্গোপসাগর থেকে ঢেউ এসে আছড়ে পড়ছে বিস্তৃত প্রান্তরে। স্পষ্টই দেখা যাচ্ছে স্বচ্ছ জলে মাছের আনাগোনা। এমন এক মনোমুগ্ধকর দৃশ্য নিয়ে ভোলায় সমুদ্রের বুকে জেগে উঠছে নতুন চর, হাতছানি দিচ্ছে বাংলাদেশের নতুন ভূখণ্ড। নতুন এই চরের অবস্থান ভোলার চরফ্যাশনের চরকুকরিমুকরি থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণ দিকে বঙ্গোপসাগরের মধ্যে। তারুয়ার চরের কাছাকাছি জেগে ওঠা এ ভূমি ভরপুর নানা জীববৈচিত্র্যে। আর এ চরগুলোকে প্রায় ৯০ বছর আগে ভারতের চণ্ডীগড়, যুক্তরাজ্যের মিল্টন কিনস, ব্রাজিলের ব্রাসিলিয়া মত করে গড়ে তুলতে চেয়েছিলেন ব্রিটিশরা, তাহলে কি হলো এ নিখুঁত পরিকল্পনার? কি ভাবেই বা এ অঞ্চলে গড়েঠে বসতি? তা জানাবো আজকের এই ভিডিওতে, চলুন শুরু করা যাক...
⚠ এই চ্যানেলের কোন ভিডিও ডাউনলোড করে, পুনরায় কোন অনলাইন মাধ্যমে আপলোড করবেন না।
⚠ DO NOT DOWNLOAD & RE-UPLOAD THIS VIDEO IN ANY OTHER ONLINE PLATFORM
✔✔✔ এই ইউটিউব ভিডিওর লিংক শেয়ার করুন।
☢☢☢ এই ভিডিওতে ব্যবহৃত কিছু ছবি প্রকৃত ব্যক্তি, ঘটনা, সময় বা স্থানকে উপস্থাপন করে না; দৃশ্যের শূণ্যতা পূরন করতে তা ব্যবহার করা হয়েছে। ☢☢☢
Ещё видео!