Song Name : Ekdin Ghum Bhanga Shohore
Original Singer : Ayub Bacchu
Band L. R. B
Gaan : Band Song
Cover By : Partho Barua (Souls)
গানের নাম : একদিন ঘুম ভাঙ্গা শহরে
মূল শিল্পী : আইয়ুব বাচ্চু
ব্যান্ড এল, আর, বি
গান : ব্যান্ডের গান
কভার বাই : পার্থ বড়ুয়া (সোলস )
একদিন ঘুম ভাঙ্গা শহরে
মায়াবী সন্ধ্যা চাঁদ জাগা এক রাতে
একটি কিশোর ছেলে
একাকী স্বপ্ন দেখে
হাসি আর গানে..
সুখের ছবি আঁকে
আহা কি যে সুখ!!
স্বপ্নেরা হারিয়ে যায়
সময়ের সাগরে
ব্যথার আবিরে কবিতা
আঁধারে হারায়
ভাবনার ফুল ঝরে ঝরে যায়
জীবনেরও গান হয় না সুরের কাঙাল!!
শৈশব বিমূর্ত হয় যায়
না বোঝা যায় না..
আশার ঝর্না পায়না সুখের ঠিকানা..
হতাশা শুধু সাথী হয়ে যায়
সে কিশোর এবার জীবন ছেড়ে পালায়!!
একদিন ঘুম ভাঙ্গা শহরে
মায়াবী সন্ধ্যা চাঁদ জাগা এক রাতে
একটি কিশোর ছেলে একাকী স্বপ্ন দেখে
হাসি আর গানে.. সুখের ছবি আঁকে
আহা কি যে সুখ!!
#ekdinghumbhangasohore #ayubbachchu #LRB #souls #parthobarua #tributetoayubbachchu #pathotributetoayubbachchu #souls50yearscelebration #soulsinUSA #soulsconcert
Ещё видео!