করোনার পর থেকে #মালদ্বীপ ভ্রমণ করতে হলে এয়ারপোর্টের ভেতরের শুভেচ্ছা থেকে হেলথ ফরম (#ইমুগা) ফিলাপ করতে হয়। মাত্র দুশ টাকা নিবে।
তবে আপনি নিজেও আমাদের দেয়া লিংকে গিয়ে পাসপোর্টের কপি সংযুক্ত করে খুব সহবে এটি ফিলাপ করতে পারবেন।
হেলথ ফরম (ইমুগা) লিংক:
[ Ссылка ]
মালদ্বীপের ইমিগ্রেশনে খুব কড়াভাবে হোটেল বুকিং দেখা হয়। অবশ্যই ভালোমানের একটি হোটেলে বুকিং দিয়ে যাবেন। রিটার্ন টিকেট, #ইমোকা বা স্বাস্থ্যের কাগজ, কতদিন কোথায় থাকবেন, কোথায় কোথায় যাবেন ও কার্ড বা নগদ ডলার সম্পকের্ জানতে চায়।
এরপর ইমেগ্রেশন শেষ করে প্রথমই বের হয়ে বাম দিকে দেখবে একটি বুথ আছে। যেখান থেকে বিনা মূল্যে #পার্সপোর্ট স্ক্রান করে একটি সিম নিতে পারবেন।
এ সিমটি কাজ করবে তবে, কিছুটাকা লোড করতে হবে। আর লোড না করলেও আপনি লোকাল নম্বরে মিসকল দেয়ার সুযোগ পাবেন।
আপনি যদি #হোটেল এর #গাড়ি কনফর্ম না করেন তাহলেও কোন সমস্যা নেই এখান থেকে সব জায়গার পরিবহন আছে।
এখানে থেকে বিভিন্ন গন্তব্যে টেক্সি আছে এবং ভাড়াও নির্ধারিত। এছাড়া মালে কিংবা মাহফুসি বা অণ্যকোন স্থানে যেতেও ফেরী পাবেন।
প্রিয় বন্ধুরা, এরপর আমরা চলে গেলাম আমাদের রির্জাভ করা হোটেলে। হোটেল থেকেই গাড়ী নিয়ে নিতে আসবে যদি আপনারা গাড়ি চান। আমাদের এয়ারপোর্ট টু হোটেল ও হোটেল টু #এয়ারপোর্ট গাড়ি ছিলো।
যোগাযোগ
Facebook Page:
[ Ссылка ]
Email:
saydul850211@gmail.com
#maldivesimmigration #travelmaldives #maldivesvisa #dhakatomaldive #ঢাকা_টু_মালদ্বীপ
Ещё видео!