আজ " Golpo Kunjo " চ্যানেলে পরিবেশিত হচ্ছে রাজশেখর বসুর লেখা গল্প "উৎকোচ তত্ত্ব" । এই গল্পে লোকনাথ পাল নামে এক জেলা জজের কথা বলা হয়েছে ।তিনি হলেন ধর্মভীরু লোক , কেউ যাতে তাঁকে ঘুষ দিতে না পারে সেই জন্য তিনি খুব সতর্ক থাকেন ।উৎকোচ তত্ত্ব বিষয়ক একটি গ্রন্থ রচনার খুব ইচ্ছা আছে তাঁর, তাই যখনই তিনি অবসর পান তখনই এই গ্রন্থ রচনায় প্রবৃত্ত হন। রবিবার সকাল বেলা তাঁর অফিস ঘরে বসে লোকনাথ পাল গ্রন্থ রচনায় মন দিয়েছেন কিন্তু তাঁর লেখাতে বাধা পড়ে। এক বৃদ্ধ লোক ঘরের মধ্যে আসে এবং নিজেকে তাঁদের মোহিত পিসেমশাই বলে পরিচয় দেয় এবং তাঁদের জন্য বিভিন্ন উপহার নিয়ে আসে । লোকনাথ পাল সেগুলি নিতে কুন্ঠাবোধ করেন কিন্তু তাঁর স্ত্রী পারুলবালা সেগুলি আনন্দের সহিত গ্রহণ করেন। উপহার গুলি দিয়ে সেই মোহিত পিসেমশাই চলে যায় ।কিছুদিন পর সে গিরধারীলাল পাচাড়ী নামক এক ব্যক্তিকে সঙ্গে করে আবার লোকনাথ পালের বাড়ি আসে এবং লোকনাথ পালকে একটি চাকরি করে দেওয়ার কথা এবং চলে যায়। কিছুদিন পর মোহিত বাবু এসে গিরিধারী লালজীর সমস্যার কথা বলে। এইবারে মোহিতবাবুর উপহার দেওয়ার কারণটি বুঝতে পেরে সেই বিষয়ে আর কোনো কথা বলতে চান না লোকনাথ। তিনি গিরধারীলালকে উপহার বাবদ সমস্ত খরচ মিটিয়ে দেন ।পাচাড়ীজী চেক নিয়ে চলে গেলে লোকনাথ আবার উৎকোচ তত্ত্ব রচনায় মনোনিবেশ করেন।
#golpokunjo #rajsekharbasu # banglagolpo
Ещё видео!