Ami Amar Moto - Lyrics Vodeo | Solo Version | Pizza Bhai OST | Pritom | Shuvro | Bangla New Song
Song Name: Ami Amar Moto
Vocal Tune & Music: Pritom Hasan
Lyricist: Pritom & Rahul
Guitar : Rayhan Islam Shuvro
Lyrics:
তুমি তোমার মতো,
আমি আমার মতো,
সরে গেছি দুজনে আজ বহুদুরে।
তুমি তোমার মতো,
আমি আমার মতো,
রাখনি মনেতে আমায় কোন ভুলেও।
আমিতো ডাকবো না,
তোমারই নাম,
কোন সুরে,
আমার এ গানে,
দূরে থেকেই - সুখে থাকো,
শুধু প্রতিরাত।
তুমি জোছনা হয়ে,
শুধু আলো ছড়াবে।
আমি সে আলো ছুঁয়ে,
ঘুমিয়ে যাবো রাতে।
হবো একা না তো আর,
ভেঙ্গে যাবো না তো আর,
আমি সে আলো ছুঁয়ে,
ঘুমিয়ে যাবো রাতে।
কথা হবে না আর,
দেখা হবে না আর,
হবে না আর ভালোবেসে
মান অভিমান।
কাঁদবো না তো আর,
হাসবো না আর,
নীরবে হারিয়ে গেছে সে পিছু টান।
আমিতো বলবো না,
আমার ব্যথা,
কোন সুরে তোমারই গানে,
দূরে থেকেই, সুখে থাকো,
শুধু প্রতিরাত।
তুমি জোছনা হয়ে,
শুধু আলো ছড়াবে।
আমি সে আলো ছুঁয়ে,
ঘুমিয়ে যাবো রাতে।
হবো একা না তো আর,
ভেঙ্গে যাবো না তো আর,
আমি সে আলো ছুঁয়ে,
ঘুমিয়ে যাবো রাতে।
তুমি জোছনা হয়ে,
শুধু আলো ছড়াবে।
আমি সে আলো ছুঁয়ে,
ঘুমিয়ে যাবো রাতে
©️ If any producer or label has an issue with this song or picture, please contact with us and we will delete it immediately.
Mail: tajuddinahmadjoy@gmail.com
“All the videos, songs, images, and graphics used in the video belong to their respective owners and I or this channel does not claim any right over them.
Copyright Disclaimer under section 107 of the Copyright Act of 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.”
- This video has no negative impact on the original works (It would actually be positive for them)
- This video is also for teaching purposes.
- It is not transformative in nature.
We make these videos with the intention of educating others in a motivational/inspirational form. We do not own the clips and music we use in most cases. Our understanding is that it is in correlation to Fair Right Use, however given that it is open to interpretation, if any owners of the content clips would like us to remove the video, we have no problem with that and will do so as fast as possible. Please message us on YouTube if you have any concerns.
#Ami_Amar_Moto #Pritom_Hasan #Solo_version #Unplugged
Ещё видео!