বেলপাতা শিবের প্রিয় কেন? বেলগাছের জন্ম কিভাবে হল?
শিবপুরাণ অনুসারে জানা যায়, দেবাদিদেব মহাদবের পছন্দের ফুলের সংখ্যা নেহাত কম নয়। শ্বেতকরবী, আকন্দ, শেফালি, কুন্দ, মল্লিকা, চাঁপা, শিরীষ, নাগকেশর, মুচুকুন্দ, টগর, বজ্রপুষ্প, ধুতরো, পদ্ম ইত্যাদি ফুল রয়েছে ভোলানাথের প্রিয় ফুলের তালিকায় । তবে এসবের মধ্যেও তাঁর সবচেয়ে বেশি প্রিয় হল, পদ্ম। কিন্তু পূজার অর্ঘ্যে যদি কোন ফুল নাও থাকে, তখন শুধুমাত্র একটি বেলপাতা দিয়ে যদি কোন ভক্ত তাঁকে পূজা করেন, তাতেই পরম তুষ্ট হন আশুতোষ শিব। বিল্বপত্র বা শ্রীফলবৃক্ষের একটি ত্রিফলক পত্রই তাঁর কাছে সমস্ত অর্ঘ্য ও পুষ্পের চেয়ে বেশি প্রিয়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন বেলপাতা কেন শিবের এত প্রিয়। শুধু শিবই নন, প্রায় সমস্ত পূজা অর্চনায় বিল্বপত্রের আবশ্যিক ব্যাবহার কি আপনাকে কখনো ভাবিয়েছে? তাহলে চলুন জেনে নেওয়া যাক বিল্ববৃক্ষের পৌরাণিক ইতিহাস।
#বেলপাতা #belpata #Shiva
Please LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE the channel
And press the bell Icon.
Connect with us through:
Facebook ➤ [ Ссылка ]
Pinterest ➤ [ Ссылка ]
Instagram ➤ [ Ссылка ]
Twitter ➤ [ Ссылка ]
Website ➤ [ Ссылка ]
© Sanatan Express
বেলগাছের জন্ম কিভাবে হল? বেলপাতা শিবের এত প্রিয় কেন?
Теги
বেলপাতা শিবের এত প্রিয় কেনবেলগাছের জন্ম কিভাবে হলবেলপাতাবেলপাতা ছাড়া কেন শিবের পূজা হয়না?বেলপাতা শিব পূজাবেলপাতা কেনো শিবের প্রিয়বেলপাতা তিনটি পাতা হলো কেনবেলপাতা মহাদেবের সম্পর্ককেন শিব বেলপাতায় সন্তুস্টমহাদেবকে সন্তুষ্ট করতে কেন বেলপাতা আবশ্যকবেল পাতাশিব পূজা বেল পাতাবেল পাতার উপকারীতাবেল পাতা তোলার মন্ত্রবেল পত্রবেল গাছের মাহাত্মবেল গাছের উপকারিতাযজ্ঞের জন্য বেলপাতাবেল গাছের আধ্যাতিক আলোচনাসনাতন এক্সপ্রেসsanatan expressbelpata