🎧 ভালোবাসা তারপর (Slowed and Reverbed)🎧
Song : Bhalobasha Tarpor
Singer : Arnob
Album : Hok Kolorob
Video Credit : Saimum Islam
🎧 Lyrics🎧:
কষ্টগুলো শিকড় ছড়িয়ে
ঐ ভয়ানক চাঁদটার সাথে,
স্বপ্নের আলোতে যাবো বলে-
যখন চোখ ভিজে যায় রাতে । [2 বার]
ভালোবাসা তারপর দিতে পারে
গত বর্ষার সুবাস ।
বহুদিন আগে তারাদের আলো
শূণ্য আঁধার আকাশ । [2 বার]
প্রখর রোদে পোড়া পিঠ
আগুনের কুন্ডে সেঁকা হাত ।
শিশির ছোঁয়ায় পাবে হাসি
অন্ধকারে কেটে যাবে রাত । [2 বার]
ভালোবাসা তারপর দিতে পারে
গত বর্ষার সুবাস ।
বহুদিন আগে তারাদের আলো
শূণ্য আঁধার আকাশ ।
কষ্টগুলো শিকড় ছড়িয়ে
ঐ ভয়ানক চাঁদটার সাথে,
স্বপ্নের আলোতে যাবো বলে-
যখন চোখ ভিজে যায় রাতে ।
🎼 Listen on Soundcloud:
[ Ссылка ]
Social Media:
⭐️Facebook: [ Ссылка ]
⭐️Instagram: [ Ссылка ]
⭐️Telegram: [ Ссылка ]
⭐️All Social Media Links: [ Ссылка ]
🎼Original Song Link:
[ Ссылка ]
#slowed #reverbed #bangla
Ещё видео!