বাজরিগার পাখি বয়স চেনার উপায় | বাজরিগার পাখি পালন পদ্ধতি | How to Identify budgie age |Pakhi Palon
বাজরিগার পাখি পালন এর ক্ষেত্রে পাখির বয়স নির্ধারণ করা এবং একটা সুস্থ পাখি নির্বাচন করা খুব গুরুত্বপূর্ণ। আর এজন্য আপনাকে জানতে হবে কিভাবে বাজিগার পাখির বয়স নির্ধারণ করতে হয়। বাজিগার পাখির বয়স জানার নিয়মের ক্ষেত্রে পাখির চোখের আকৃতি দেখে শারীরিক গঠন দেখে এবং ঠোঁটের আকৃতি দেখে আপনি নির্ধারণ করতে পারবেন পাখিটার বয়স একজেক্টলি কত। এই কনটেন্টটিতে আপনি শিখবেন কিভাবে একটা বাচ্চা পাখির বয়স বোঝা যায় সাথে দেখবেন কিভাবে একটা প্রাপ্তবয়স্ক পাখির বয়স নির্ধারণ করা যায় পাখির চোখের রিং কিভাবে দেখতে হয় কিভাবে পাখির ঠোঁটের রং দেখে বাজরিগার পাখির ছেলেমেয়ে নির্ধারণ করতে হয় তাছাড়া পাখির মাথার উপরের দাগ দেখে আপনি কিভাবে বাজরিগার পাখির বয়স জানতে পারেন তাও শিখবেন এই ভিডিওটিতে।
Ещё видео!