Chapainawabganj Railway Station
#Chapainawabganj #Railstation #চাঁপাইনবাবগঞ্জ #রেল_স্টেশন #বনলতা #Banalata #Train_schedule #ট্রেনের_সময়সূচী #রাজশাহী_এক্সপ্রেস
A new passenger train with modern facilities had started serving people to connect the Bangladeshi capital Dhaka with its northern city of Rajshahi in 25 April 2019. After few days this train route extended up to Chapainawabganj. Now its running Chapainawabganj-Rajashahi to Dhaka. The train has modern facilities like, recliner chair, Wi-Fi connections, and save at least one and a half hour journey time than those of the existing three express trains plying between Dhaka and Rajshahi. The train starts from Chapainawabganj at 6 am and arrives Kamalapur Railway Station in Dhaka at 11:40 am. Then it leaves Dhaka at 1:30 pm and reaches Chapainawabganj at 7:30pm.
রাজশাহী-পঞ্চগড় রুটের নতুন আন্তঃনগর ট্রেন চালু হয়েছে আজ থেকে| ট্রেনটি রাজশাহী থেকে ছাড়বে রাত ৯ টা ১৫ মিনিটে আর পঞ্চগড় থেকে ছাড়বে সকাল ৮ টা ৩০ মিনিটে (নতুন ট্রেনের সময়সূচীঃ [ Ссылка ])| রাজশাহী থেকে ট্রেন ছাড়বে তো আমাদের কি? তারপরও চাঁপাইনবাবগঞ্জবাসী কে জানানোর উদ্দেশ্য এই যে এই জেলার অনেকেই জয়পুরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলায় চাকুরে বা ব্যবসার সুবাদে যাওয়া আসা করে তাদের জন্য হয়তো কাজে লাগবে| আক্ষেপ এটাই পঞ্চগড় যেমন একটি জেলা, আমাদের চাঁপাইনবাবগঞ্জও একটি জেলা| এই নতুন চালুকৃত ট্রেনটি যখন সেকশনের সর্বশেষ স্টেশন থেকে যাত্রা শুরু করবে, কিন্তু এই দিকে সর্বশেষ স্টেশন চাঁপাইনবাবগঞ্জএ না এসে রাজশাহীতেই কেন ট্রেন থেমে যায়? এই উত্তর দেওয়ার মতো কেউ কি আছে?
বাংলাবান্ধা এক্সপ্রেস শুধু না, এর আগে টুংগীপাড়া এক্সপ্রেস, ঢালারচর এক্সপ্রেস চালু হয়েছে, একটিও এই জেলায় আসেনি!! তাহলে কি এই জেলার জনগন রেল বিমুখ? স্টেশনে অবকাঠামো নাই? প্লাটফর্ম নাই?
এখন তো সবই আছে| অজুহাত ছিল আগে চাঁপাইনবাবগঞ্জমুখী সরাসরি লাইন নাই! বাংলাদেশে বিরল, একমাত্র এই একটি স্টেশনের জন্য আমনুরাই বাইপাস লাইন তৈরি করা হয়েছে (আমনুরা বাইপাসের ভিডিওঃ [ Ссылка ] ) | স্টেশনের অবকাঠামোগত ব্যাপক পরিবর্তন আনা হয়েছে (চাঁপাইনবাবগঞ্জ স্টেশনের প্রামাণ্য চিত্রঃ [ Ссылка ] )| নতুন প্লাটফর্ম তৈরি হয়েছে, ফুট ওভার ব্রিজ তৈরি হয়েছে| পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে| ৪র্থ লুপ লাইন বসানো হয়েছে| তারপরও আমাদের এক বনলতা এক্সপ্রেস নিয়েই কেন সন্তুষ্ট থাকতে হবে| কেন আমরা অন্যান্য জেলায় যাওয়ার জন্য আন্তঃনগর ট্রেনের সুবিধা থেকে বঞ্চিত থাকবো?
চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রতিদিন কয়েক হাজার মানুষ রাজশাহী যাওয়া আসা করে| আন্তঃনগর ট্রেনে মাত্র ৫০ মিনিটেই রাজশাহী যাওয়া যায়| এছাড়া অন্যান্য জেলার যাত্রী চাহিদা কেমন তা বুজার জন্য বিআরটিসি কাউন্টারে গেলেই হয়| দূরপাল্লার যতগুলো বাস সার্ভিস আছে, অধিকাংশই চাঁপাইনবাবগঞ্জ থেকে যাত্রা শুরু করে রাজশাহী হয়ে চলাচল করে| যাত্রী চাহিদা না হলে এমনতা কখনো হতো না| দূরপাল্লা বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে যাত্রা শুরু করলে রাষ্ট্রীয় সম্পদ ট্রেন কেন চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত আসবেনা?
আমরা এই গ্রুপে মাধ্যমে দাবি জানায় পাবনা, খুলনা, সৈয়দপুর, দিনাজপুর যাবার জন্য অন্তত একটি করে ট্রেন রাজশাহীতেই থেমে না গিয়ে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বর্ধিত করুন|
ভুলত্রুটি মাফ করবেন| মনযোগ দিয়ে পড়ার জন্য ধন্যবাদ|
Chapainawabganj Railway Station
Теги
ChapainawabganjChapai NawabganjChapainawabganj Railway stationChapainawabganj to Rajshahi train scheduleChapai to dhaka train scheduleChapai nawabganj railway stationrajshahi to chapai rail scheduleBanalataBonolotaBanalata train scheduleChapai nawabganj railway station contact numbetChapai nawabganj train scheduleRohanpur railway stationচাঁপাইনবাবগঞ্জচাঁপাই নবাবগঞ্জ ট্রেনের সময়সূচীবনলতা এক্সপ্রেসের সময়সূচী