#প্রবীর_মিত্র #Prabir_Mitra
গুরুতর অসুস্থ অবস্থায় অভিনেতা প্রবীর মিত্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফুসফুসের সমস্যা ও অক্সিজেন স্বল্পতাসহ বেশ কিছু কারণে সম্প্রতি তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রবীর মিত্রের ছেলে মিথুন মিত্র।
৪ জানুয়ারি বিকেলে অভিনেতার ছেলে বলেন, ‘বাবা ভালো নেই। বয়সের সঙ্গে কিছু শারীরিক জটিলতার কারণে ২২ ডিসেম্বর বাবাকে হাসপাতালে ভর্তি করি। পরীক্ষা-নিরিক্ষা করে তার ফুসফুসের সমস্যা ধরা পড়েছে। বর্তমানে অক্সিজেনের সঙ্গে ইন্টারনাল ব্লিডিং হচ্ছে। সেই সঙ্গে প্লাটিলেটও কমে গেছে। তেমন কোনো অগ্রগতি নেই। খারাপ অবস্থার দিকে যাচ্ছে। তবে চিকিৎসকরা তাদের সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’
প্রবীর মিত্র চাঁদপুর শহরে জন্ম গ্রহণ করেন। বংশপরম্পরায় পুরনো ঢাকার স্থায়ী বাসিন্দা তিনি। তার পুরো নাম প্রবীর কুমার মিত্র। প্রবীর মিত্রের স্ত্রী অজন্তা মিত্র ২০০০ সালে না ফেরার দেশে যাত্রা করেন। তার এক মেয়ে ও তিন ছেলে রয়েছে। ছোট ছেলে ২০১২ সালে ৭ই মে মারা গেছেন।
১৯৬৯ সালে প্রয়াত এইচ আকবরের ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান প্রবীর মিত্র। ক্যারিয়ারের শুরুর দিকে প্রবীর মিত্র ‘নায়ক’ হিসেবে কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এরপর চরিত্রাভিনেতা হিসেবে কাজ করেও তিনি পেয়েছেন দর্শকপ্রিয়তা।
copyright © A BIJOY TV Production-2025
সঙ্গে থাকুন বিজয় টিভির
Website: [ Ссылка ]
Facebook: [ Ссылка ]
Youtube: [ Ссылка ]
Ещё видео!