আয়না কিনিলাম, চিরুনি কিনিলাম
তেল কিনিবার কথা মনত নাই
আয়না ধরি সিতা(সিঁথি) পারের বন্ধু খিড়কির(জানালা) কিনারায়
বানারসি গামছা গায়
আয়না ধরি সিতা ফারের বন্ধু খিড়কির কিনারায়
পুরুষের পাগলা মন, মাতায় চোখের ইশারায়
আয়না ধরি সিতা পারের বন্ধু খিড়কির কিনারায়
মোহন বাঁশি তুলা রাশি, স্বামী নাই ঘরে
মনের মত রসিক পাইলে মাতায় আদরে
যুবতী নারীর খাইল্যে(খালি) বাড়ি, কত রসিক আসে যায়
এমন কোঠা নয় দরজা, মধ্যম তালা বন
সে তালা খুলিতে পারলে, সে বড় সুজন
চাবি পাইতাম খুলি চাইতাম, কোন পালঙ্কে বন্ধু নিদ্রা যায়।
কহে হীন খায়রুজ্জামা, হন্ডে(কোথায়) গেলে পাই
লাগত(নাগাল) পাইতাম, কোলত লইতাম তারে পান খিলি খাবাই
পয়সা পাইতাম কিনি দিতাম রে, সুরমা লাগাই দিতাম গায়
আয়না ধরি সিতা পারের বন্ধু খিড়কির কিনারায়
•• গীতিকবিতা - মাস্টার খায়রুজ্জামা (চট্টগ্রাম)
**
মাস্টার খায়রুজ্জামা বা পণ্ডিত খায়রুজ্জামা চট্টগ্রামের আদি গীতিকবিদের একজন। তাঁর প্রায় সব গানে পারিবারিক সম্পর্ক – স্বামী স্ত্রী , ভাই বোন, নানা নাতি, মামী ভাগ্নে ইত্যাদি রূপক দেখা যায়। কোর্ট সালিশ বিচার এগুলোও অনুষঙ্গ আকারে পাওয়া যায়। মাস্টার খায়রুজ্জামার প্রায় গান দেহ তত্ত্ব নিয়ে। শিব কালি সহ নানান মিথলজিক্যাল রেফারেন্স এবং আরবি বর্ণমালা দিয়ে গানগুলোর গঠন। তিনি বেশীরভাগ গানে চট্টগ্রামের ভাষা প্রয়োগ করেছেন। আধ্যাত্মিক ভাবনায় গড়া রুপক অর্থের গানগুলো মাইজভান্ডারি গানের ভান্ডারকে এখনো গৌরবান্বিত করে রেখেছে।
**
Vocal, Harmonium - Aseer Arman
Guitar, Banjo, Ukulele - Aseer Arman
Ukulele Rhythm - Mahmudul Hasan
Ektara - Kamrul Hasan Shipon
Mondira - Sovon Dey
Shaker - Ragib Hasan Rodel
Baya - Mostakin Hossain Chowdhury
Ghungur - Argha Dev
Cinematography - Mostakin Hossain Chowdhury, Mahmudul Hasan, Shontu Amit
Music Arrangement - Aseer Arman
GNC Logo Designer - Shubhangi Majumdar
GNC Logo Animator - Ragib Ekhwan
Ещё видео!