#bhatindafalls #Topchanchi #Jharkhand #weekendtour
বড় কোনও ছুটির দরকার নেই । হাতে শুধুই একটা রবিবার থাকলেই যথেষ্ট । শনিবার বিকেলে বেরিয়ে রাতে ধানবাদ পৌঁছে রেলের রিটায়ারিং রুম কিম্বা স্টেশনের কাছেপিঠেই একটা হোটেল খুজে নিন,বিভিন্ন মানের হোটেল পেয়ে যাবেন । পরের দিন সকালে উঠে একটা গাড়ি ভাড়া করে বেরিয়ে পরুন ভাতিন্দা ফলস দেখতে ১৮ কিমি দূরে । তারপর সেখান থেকে তোপ চাঁচির দুরুত্ব ৪৫ কিমি । খুব সুন্দর জায়গা । রাতে থাখুন পরেশনাথ পাহারের নিচে মধুবনে । পরের দিন পাহারে উঠুন ।দেখে নিন জৈন দের কাছে অতি পবিত্র এই পাহাড় টিকে, দুদিন কোথা দিয়ে কেটে যাবে টের ই পাবনে না।
খুব কম খরচে আপনার মন ভরে যাবে এটুকু বলতে পারি ।
For Booking of railway retairing room please click on this link.
[ Ссылка ]
Ещё видео!