তুমি চেয়েছিলে ওগো জানতে
কেন এত ভাল লাগে তোমাকে
আমি বহুবার ভেবে দেখেছি
তার উত্তর কিছু জানি না।।
শুধু জানি তুমি আছ
তাই ভাল লাগে পৃথিবীকে
তুমি আজও ভালবাসো
তাই ভালবাসি জীবনকে
ওগো তোমায় ছাড়া এই পৃথিবীকে
এই জীবনকে চাই না
আমি আর কিছু জানি না
তুমি যখন ছিলে না
ওগো তখন সুখ ছিল না
তখন আমার কবিতার সাধনা
সুরের আরাধনা
বিফল বিভূমে হারাতো
সেই তুমি ফিরে এলে
তাই বেঁধে রাখি কবিতাকে
সেই আমি সেই তুমি
তাই সুরে বাঁধি বাঁশিটিকে
ওগো তোমায় ছাড়া এই কবিতাকে
এই বাঁশিটিকে চাই না
আমি আর কিছু জানি না।।
শিল্পীঃ আবিদা সুলতানা
সুরকারঃ খান আতাউর রহমান
গীতিকারঃ খান আতাউর রহমান
Ещё видео!