প্রতিটি শিশুর কাছেই নিজের শরীরের শরীরের নানা অঙ্গ-প্রত্যঙ্গ এবং তার কাজ নিয়ে অসীম কৌতুহল।
সেই কৌতূহল নিরসন করতে
আমাদের এই পর্বগুলিতে শারীরতত্ত্বের নানা খুঁটি নাটি আলোচিত হচ্ছে এবং আগামীদিনেও হবে
চোখ-কান দাঁত চামড়া হৃদপিণ্ড ইত্যাদি নানা অঙ্গের গঠন এবং তার কাজ এর পাশাপাশি কঙ্কালতন্ত্র পৌষ্টিকতন্ত্র রেচনতন্ত্র ইত্যাদি নানা অঙ্গ সমষ্টি নানা যৌথ শারীরিক কার্যকলাপ কিভাবে ঘটায় তা শিশুদের কাছে তুলে ধরার চেষ্টা হয়েছে এই ক্লাস গুলিতে।
একেবারে সাত্যি সত্যিই আমাদের শরীরের নানা কলকব্জা কোথায় কীভাবে আছে, কীভাবে কাজ করে তা একটি বিখ্যাত এনাটমি র সফটওয়্যার দিয়ে শিশুদের 3D মোডে দেখানোর চেষ্টা করছি আমরা।
বাংলায় এইরকম বিস্তারিত ভাবে , সুন্দর ভিডিও র সাহায্যে শিশুদের জন্য Anatomy র নানা বিষয় নিয়ে ক্লাস বানানোর ইচ্ছে আমাদের বহুদিনের।
কিন্তু কেমন হোল ? কি হলে আরো ভালো হয় ?
আপনাদের মূল্যবান মতামত থেকে তা বোঝার এবং অবশ্যই যাদের জন্য এই গ্লাস গুলি বানানো তাদের কেমন লাগলো জান আর একান্ত ইচ্ছে রইল আমাদের।
পৌষ্টিক তন্ত্রের গল্প
[ Ссылка ]
Ещё видео!