Song: Jar Chaya Poreche Monero Aynate
Artist: Ferdausi Rahman
Movie: Ayna O Oboshishto (1967)
Cover: Suraiya Banu
যার ছায়া পড়েছে
মনেরও আয়নাতে
সে কি তুমি নও, ও গো তুমি নয়
হৃদয়ে আমার সুরেরও আবেশ - 2
ছড়িয়ে দিলে গো
সে কি তুমি নও, ও গো তুমি নয়
যার ছায়া পড়েছে
মনেরও আয়নাতে
সে কি তুমি নও, ও গো তুমি নয়
তুমি কি গো ছবি হয়ে থাকবে
কখনও কি নাম ধরে ডাকবে
তুমি কি গো ছবি হয়ে থাকবে
কখনও কি নাম ধরে ডাকবে
তুমি মোর, অন্তর
ছুয়ে ছুয়ে কেন যাও না
যদি ছবি নয়, ওগো কথা কও
হৃদয়ে আমার সুরেরও আবেশ
হৃদয়ে আমার সুরেরও আবেশ
ছড়িয়ে দিলে গো
সে কি তুমি নও, ও গো তুমি নয়
চোখে চোখ বলিতে কী চাও গো
ভরা জলে ঢেউ কেন দাও গো
চোখে চোখ বলিতে কী চাও গো
ভরা জলে ঢেউ কেন দাও গো
মনচোর, তুমি মোর
বলো বলো কিছু বলো না
জানি ছবি নয়, শুধু ছবি নয়
হৃদয়ে আমার সুরেরও আবেশ - 2
ছড়িয়ে দিলে গো
সে কি তুমি নও, ও গো তুমি নয়
যার ছায়া পড়েছে
মনেরও আয়নাতে
সে কি তুমি নও, ও গো তুমি নয়
হৃদয়ে আমার সুরেরও আবেশ
হৃদয়ে আমার সুরেরও আবেশ
ছড়িয়ে দিলে গো
সে কি তুমি নও, ও গো তুমি নয়
সে কি তুমি নও, ও গো তুমি নয়
সে কি তুমি নও, ও গো তুমি নয়
Ещё видео!