বাজরিগার পাখির গোসল | পাখি হিট স্ট্রোক করে কেন |পাখির উকুন ও পরজীবী ধ্বংস | Budgerigar pakhir gosol.
আপনারা যারা বাজরিগার, লাভ বার্ড, কোকাটেল বা ফিঞ্চ পাখি পালন করেন তারা কেউ আজকের ভিডিওটি মিস করবেন না। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে বাজরিগারসহ অন্যান্য সকল পাখি কে গোসল করাতে হয়। পাশাপাশি পাখি গরমে হিট স্ট্রোক করে কেন এবং গোসলের গুরুত্ব নিয়ে আলোচনা করব।
পাখিকে অনেকদিন ধরে গোসল না করালে পাখি হিট স্ট্রোক করে মারা যাওয়ার সম্ভাবনা থাকে । আর হিটস্ট্রোকের তেমন কোনো লক্ষণও দেখা যায় না। এই কারণে আপনারা নিয়মিত পাখি কে গোসল করাবেন।
পাখি কে গোসল করানোর আরও কিছু গুরুত্ব রয়েছে। যেমন পাখিকে গোসল করালে উকুন ও অন্যান্য পরজীবী জনিত সমস্যা হয় না, পাখির গায়ের কালার অনেক ভালো থাকে, দেখতে অনেক সুন্দর লাগে এবং পাখিগুলো অনেক বেশি সুস্থ-সবল ও চঞ্চল থাকে। তাই আপনারা যারা শখ করে পাখি পালন করেন তারা অবশ্যই পাখিকে নিয়মিত গোসল করাবেন।
এছাড়া আজকের ভিডিওতে আপনারা আরো জানতে পারবেন পাখিকে সপ্তাহে কতদিন গোসল করাতে হয়, পাখিকে কখন গোসল করাতে হয়, হাঁড়িতে ডিম অথবা ছোট বাচ্চা থাকলে গোসল করানো যাবে কিনা ইত্যাদি।
বাজরিগার পাখির গোসল করানোর নিয়ম, লাভ বার্ড পাখির গোসল করানোর নিয়ম, কোকাটেল পাখির গোসল করানোর নিয়ম, বদ্রি পাখির গোসল করানোর নিয়ম, বাজরিগার পাখি পালন, বদ্রি পাখি পালন।
#budgerigar
#budgies
#lovebird
#বাজরিগার_পাখি
#baazigar_pakhi
#parrot
#bird
Ещё видео!