এই নামতে পাবি রে মুক্তি/Ei name te pabi re mukti/ শ্রী শ্রী অনুকূল ঠাকুরের ভক্তিগীতি/Devotional song
শ্রী শ্রী ঠাকুর অনুকূল ঠাকুরের গান
এই নামেতে পাবিরে মুক্তি
ঘুচে যাবে তোর মনের আঁধার
রাধা নামে কি বাহার
ভজে মনে দেখো একবার।
গুরু নামে কি বাহার
ভজে মনে দেখো একবার।।
রাধারানীর প্রেমেরই দায়ে,
ব্রজেরই শ্যাম এলো গৌর হয়ে।
জীবেরই উপরে দয়া করে
এই রাধা নাম করল প্রচার ।
রাধা নামে কি বাহার
ভজে মনে দেখো একবার।
গুরু নামে কি বাহার
ভজে মনে দেখো একবার।।
আগলে আছো যক্ষেরই ধন
কেন রাধা নামে মাতে না মন।
কিছু তো যাবে না-
সে কথা বোঝো না,
সবই মায়ার খেলা
কেউ নয় কার।
রাধা নামে কি বাহার
ভজে মনে দেখো একবার।
গুরু নামে কি বাহার
ভজে মনে দেখো একবার।।
বিশ্বজিৎ তাই ভেবে বলে
সময় পাবি না সময় গেলে।
ভক্তি করে বদন ভরে ,
এই রাধা নাম করো একবার।
রাধা নামে কি বাহার
ভজে মনে দেখো একবার।
গুরু নামে কি বাহার
ভজে মনে দেখো একবার।।
#এই_নামতে_পাবি_রে_মুক্তি
#devotional_song
#Ei_name_te_pabi_re_mukti
#শ্রীশ্রীঅনুকূলঠাকুরেরগান
#শ্রী_শ্রী_অনুকূল_ঠাকুরের_ভক্তিগীতি
#anukul_thakurer_vajon
#Devotional_song
#অনুকূলথাকুরবেস্টসং
Ещё видео!