কুষ্টিয়ার শিলাইদহের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি। কবি তার জীবনের একটা দীর্ঘ সময় কাটিয়েছেন এই কুঠিবাড়িতে। তিনি কলকাতা থেকে অনিয়মিত বিরতিতে পদ্মাপারের এই বাড়িতে আসতেন। রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যরসের তীর্থস্থান বলা হয়ে থাকে শিলাইদহের কুঠিবাড়িকে। আড়াই তলা বিশিষ্ট এই বাড়িতে মোট কক্ষ আছে আঠারোটি। রবীন্দ্রনাথ এর ব্যবহৃত বিভিন্ন জিনিস দিয়ে সম্পূর্ণ বাড়িটি সাজিয়ে রাখা হয়েছে। পুরো বাড়ির আশপাশ জুড়ে আছে কবিগুরুর স্মৃতি বিজড়িত অনেক কিছু। কবির প্রিয় বকুল তলা থেকে শুরু করে সবই আছে কুঠিবাড়ি এলাকায়। রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি যেন এখনো জীবন্ত।
For More Visit:
Website: [ Ссылка ]
Facebook: [ Ссылка ]
Ещё видео!