দিনাজপুর কান্তনগরের কান্তজীউ মন্দিরে মাসব্যাপী মেলা। Souvik Karmoker। #Vlogs #kantjewtemple #মেলা
দিনাজপুর কান্তনগরের কান্তজীউ মন্দিরে মাসব্যাপী রাসমেলা। Souvik Karmoker #vlogs #kantjewtemple #দিনাজপুর #রাসমেলা #কান্তজিউমেলা #priokrishna
কান্তনগর মন্দির ইটের তৈরী অষ্টাদশ শতাব্দীর মন্দির। দিনাজপুর শহর থেকে প্রায় ১২ মাইল উত্তরে এবং দিনাজপুর-তেতঁলিয়া সড়কের প্রায় এক মাইল পশ্চিমে ঢেপা নদীর পারে এক শান্ত নিভৃতগ্রাম কান্তনগরে এ মন্দিরটি স্থাপিত। বাংলার স্থাপত্যসমূহের মধ্যে বিখ্যাত এ মন্দিরটির বিশিষ্টতার অন্যতম কারণ হচ্ছে পৌরাণকি কাহিনীসমূহ পোড়ামাটির অলঙ্করণে দেয়ালের গায়ে ফুটিয়ে তোলা হয়েছে। এ নবরত্ন বা ‘নয় শিখর’যুক্ত হিন্দু মন্দিরের চুড়া হতে আদি নয়টি শিখর ১৮৯৭ সালের ভূমিকম্পে ধ্বংস হয়ে গিয়েছিল। বাংলাদেশের সর্বৎকৃষ্ট টেরাকোটা শিল্পের নির্দশন রয়েছে এ মন্দিরে।মন্দিরের নির্মাণ তারিখ নিয়ে যে সন্দেহ ছিল তা অপসারিত হয় মন্দিরের পূর্বকোণের ভিত্তি দেয়ালের সঙ্গে সংযুক্ত সংস্কৃত ভাষায় লেখা কালানুক্রম জ্ঞাপক একটি শিলালিপি থেকে। সূত্র অনুযায়ী দিনাজপুরের মহারাজ প্রাণনাথ ১৭২২ সালে এ মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন এবং তাঁর স্ত্রী রুকমিনির আদেশে পিতার ইচ্ছা পূরণ করার জন্য মহারাজের দত্তকপুত্র মহারাজ রামনাথ ১৬৭৪ সালে (১৭৫২) মন্দিরটির নির্মাণ সম্পন্ন করেন। যা হোক, বিংশ শতাব্দীর শুরুর দিকে মহারাজা গিরিজানাথ বাহাদুর ধ্বংস হয়ে যাওয়া নয়টি শিখর বাদে মন্দিরটির ব্যাপক পুনর্গঠন করেছিলেন।এ জমাকালো পিরামিড আকৃতির মন্দিরটি তিনটি ধাপে উপরে উঠে গিয়েছে এবং তিন ধাপের কোণগুলির উপরে মোট নয়টি অলংকৃত শিখর বা রত্ন রয়েছে যা দেখে মনে হয় যেন একটি উচুঁ ভিত্তির উপর প্রকান্ড অলংকৃত রথ দাঁড়িয়ে আছে। মন্দিরের চারদিকে খোলা খিলান পথ রয়েছে যাতে যে কোন দিক থেকেই পূজারীরা ভেতরের পবিত্র স্থানে রাখা দেবমূর্তিকে দেখতে পায়।বর্গাকৃতির মন্দিরটি একটি আয়তাকার প্রাঙ্গনের উপর স্থাপিত। এর চারদিকে রয়েছে পূজারীদের বসার স্থান যা ঢেউ টিন দ্বারা আচ্ছাদিত। বর্গাকার প্রধান প্রকোষ্ঠটিকে কেন্দ্র করে সম্পূর্ণ ইমারত নির্মিত হয়েছে। পাথরের ভিত্তির উপর দাঁড়ানো মন্দিরটির উচ্চতা ৫০ ফুটেরও বেশি।
Kantoji Temple রাস মেলা 2022 দিনাজপুরের কান্তজির মন্দির Best Krishna Mandir| bangladesh
[ Ссылка ]
কান্তজি মন্দিরে চলছে রাসমেলা | Rasmela | Kantojir Mondir Dinajpur#রাসমেলা২০২৪
[ Ссылка ]
কান্তজিউ রাস মেলা 2024 লাখো ভক্তের ভির | কান্তজির রাস মেলা উৎসব দিনাজপুর
[ Ссылка ]
tags:
কান্তজিউ মন্দিরে চলছে রাসমেলা,দিনাজপুর কান্তজীউ মন্দির প্রাঙ্গণে রাসমেলা শুরু,কান্তজীউ রাসমেলা,কান্তজীউ মন্দির,কান্তজির মেলা,কান্তজিউ মন্দির,কান্তজিউ মন্দিরের রাস মেলা,কান্তজীর মন্দির,কান্তজীর মেলা,কান্তজীর রাস মেলা,কান্তজি মন্দির,কান্তজীর,নয়নাভিরাম কান্তজীর মন্দিরের কথা,রাসমেলা,kantoji,kantji temple fair,kantaji temple,kantaji temple bangladesh,kantji temple is situated on the bank of any river,dinajpur kantojir mela,kantojir mondir,kantajew, kantojir mondir,kantojir mondir pic,kantojir mondir video,kantojir mondir dinajpur,kantojir mondir history,kantojir mondir bangla,kanta ji mandir,mitsuri kanroji edit,kantojir temple,কান্তোজির মন্দির,দিনাজপুরের কান্তজির মন্দির, কান্তজী মেলা,রাসমেলা,দিনাজপুরের রাসমেলা,কান্তনগরের রাসমেলা,দিনাজপুর কান্তজীউ মন্দির,kantojew temple,kantoji mondir,rasmela,fair,iskcon,iskcon fair,kanta ji mandir,dinajpur,bangladeshi news,dinajpur kantojir mela,কান্তজিউ মন্দির দিনাজপুর
কান্তজীউ মন্দিরে রাসমেলা।
Ещё видео!