#মিশা_সওদাগর #MisaSawdagar #Misa_Sawdagar #JodiAmiBecheFiri #Jodi_Ami_Beche_Firi #BijoyTV
বাংলা সিনেমায় খল অভিনেতা হিসেবে পরিচিত মিশা সওদাগর। জানা গেছে, এই অভিনেতার ভেতরে রয়েছে লিফট-ভীতি! অথচ সেই লিফটের ভেতরেই আটকে পড়া এক অসহায় মানুষের চরিত্র দিয়ে ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হচ্ছে তার!
মিশা সওদাগরকে নিয়ে এই প্রজেক্টের নাম ‘যদি আমি বেঁচে ফিরি’। নির্মাণ করেছেন তানিম পারভেজ। এতে মিশার সঙ্গে অভিনয় করেছেন বিজরী বরকতউল্লাহ, দিলরুবা দোয়েলসহ অন্যান্যরা। আগামী ২৯ সেপ্টেম্বর মুক্তি পাবে এটি।
প্রযোজনা প্রতিষ্ঠানের শর্তের কারণে ওয়েব সিরিজটি নিয়ে এখনই কিছু বলতে পারছেন না মিশা। তিনি জানান, বাস্তব জীবনে লিফটে ভয় পান তিনি। অথচ গল্পের প্রয়োজনে সেই লিফটেই আটকা পড়তে হলো তাকে। ভয়েস নিয়েও কিছু এক্সপেরিমেন্ট করতে হয়েছে এই অভিনেতাকে। সবমিলিয়ে কাজটা অনেক চ্যালেঞ্জিং ছিলো। আপাতত এর থেকে বেশি কিছু জানাতে চান না তিনি।
ওয়েবে কাজের সূত্র ধরে সিনেমা ও ওটিটির তুলনামূলক বিশ্লেষণ করেছেন মিশা সওদাগর। তিনি জানান, ওয়েবের কাজ ভিন্ন। এখানে এক্সপেরিমেন্টের সুযোগ আছে। যেহেতু বাজেট তুলনামূলক কম, প্রযোজকের ঝুঁকিও কম। এছাড়া ওটিটিতে সেন্সর নেই, তাই অনেক ধরণের গল্পের এক্সপেরিমেন্ট করা যায়।
মূল ধারার পাশাপাশি ওটিটি-কেও গুরুত্বপূর্ণ মনে করেন ঢালিউডের এই প্রভাবশালী অভিনেতা। তার মতে, এটি সময় ও প্রযুক্তির স্বীকৃতি। এটাকে অস্বীকার করার কোন সুযোগ নেই।
copyright © BIJOY ENTERTAINMENT Production-2022
সঙ্গে থাকুন বিজয় টিভির সাথে
Website: [ Ссылка ]
Facebook: [ Ссылка ]
Ещё видео!