J-10C কি ভারতের Rafale মোকাবেলা করতে পারবে..?
রাফাল এবং জে ১০সি দুটোই সেইম ক্যাটাগরির 4++ জেনারেশন ফাইটার। J-10C সিঙ্গেল ইঞ্জিন ফাইটার হলেও রাফালের ২টা ইঞ্জিন যতটুকু থ্রাস্ট প্রোডিউস করে, এটার ১টা ইঞ্জিনই অলমোস্ট ততটুকু থ্রাস্ট প্রোডিউস করে। ওয়েপন এবং সেন্সর প্যাকেজও একই ক্যাটাগরির। দুটোতেই বিল্ট-ইন ইলেকট্রনিক ওয়্যারফেয়ার ক্যাপাবিলিটি আছে। দুটোই এক্সট্রা জ্যামার পড ক্যারি করতে পারে।
Ещё видео!